Begin typing your search above and press return to search.

২৮ সেপ্টেম্বর রাজ্যে ফার্মাসি বন্ধের ডাক

২৮ সেপ্টেম্বর রাজ্যে ফার্মাসি বন্ধের ডাক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 Sep 2018 10:19 AM GMT

গুয়াহাটিঃ অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্ৰাগিস্ট(এআইওসিডি)আগামি ২৮ সেপ্টেম্বর দেশব্যাপী ২৪ ঘন্টা ফার্মাসি বন্ধের যে ডাক দিয়েছে তার প্ৰতি পূর্ণ সমর্থন জানিয়েছে আসাম ড্ৰাগ ডিলার অ্যাসোসিয়েশন(এডিডিএ)। এখানে উল্লেখ করা যেতে পারে যে কেন্দ্ৰীয় সরকার অনলাইনে ওসুধ বিক্ৰির লক্ষ্যে যে সিদ্ধান্ত নিয়েছে তারই প্ৰতিবাদে এআইওসিডি দেশব্যাপী ফার্মাসি বনধের ডাক দেয়। সোমবার এক প্ৰেস বিবৃতিতে এডিডিএ-র সাধারণ সম্পাদক বিক্ৰম এন চৌধুরী সব ওষুধ ব্যবসায়ীদের ২৮ সেপ্টেম্বর ফার্মাসি বন্ধ রেখে একজোট হয়ে সরকারের ওই সিদ্ধান্তের প্ৰতিবাদ করার আহ্বান জানান।

চৌধুরী সেন্টিনেলকে বলেন,সারা দেশের সঙ্গে রাজ্যের সব ফার্মাসিগুলি ২৭ সেপ্টেম্বর রাত ১২ টা থেকে পরদিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত বন্ধ থাকবে। তিনি বলেন,অনলাইনে ওষুধ বিক্ৰি করা হলে যুব সমাজে এর নেতিবাচক প্ৰভাব পড়বে। অনলাইনে ওষুধ বিক্ৰি হলে যে কেউই যখন তখন তা কিনতে পারবে। তাছাড়া নেশা দ্ৰব্য হিসেবে ব্যবহৃত ওষুধও সহজলভ্য হবে। অনলাইনে ওষুধ বিক্ৰি চললেও যুবসমাজের মধ্যে নেশাসক্তি বাড়বে। তবে বনধের দিন রাজ্যের বিভিন্ন প্ৰান্তে সরকারি অথবা বেসরকারি হাসপাতালের পাশে থাকা দুটি করে ফার্মাসি খোলা রাখা হবে শুধু চিকিৎসাধীন রোগীদের স্বার্থে-বলেন তিনি।

Next Story
সংবাদ শিরোনাম