Begin typing your search above and press return to search.

৩৭নং জাতীয় সড়কের দুরবস্থার প্ৰতিবাদে চাবুয়ায় কং-এর অবস্থান ধর্মঘট

৩৭নং জাতীয় সড়কের দুরবস্থার প্ৰতিবাদে চাবুয়ায় কং-এর অবস্থান ধর্মঘট

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  4 July 2018 7:22 PM GMT

তিনসুকিয়া-ডিব্ৰুগড়ের মধ্যে ৩৭নং জাতীয় সড়কের দুরবস্থার জন্য কংগ্ৰেস দিশপুরের সমালোচনা করেছে। পথের ওই দুরবস্থার প্ৰতিবাদে মঙ্গলবার তিনসুকিয়া জেলা যুব কংগ্ৰেসের সহযোগিতায় চাবুয়া যুব কংগ্ৰেস কর্মীরা মঙ্গলবার চাবুয়ায় ৮ ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন। প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরা ধর্মঘটে নেতৃত্ব দেন। দলের সিনিয়র নেতা অপূর্ব কুমার ভট্টাচার্য এবং কয়েকশো কংগ্ৰেস কর্মী প্ৰতিবাদে অংশ নেন।

Next Story
সংবাদ শিরোনাম