তিনসুকিয়া-ডিব্ৰুগড়ের মধ্যে ৩৭নং জাতীয় সড়কের দুরবস্থার জন্য কংগ্ৰেস দিশপুরের সমালোচনা করেছে। পথের ওই দুরবস্থার প্ৰতিবাদে মঙ্গলবার তিনসুকিয়া জেলা যুব কংগ্ৰেসের সহযোগিতায় চাবুয়া যুব কংগ্ৰেস কর্মীরা মঙ্গলবার চাবুয়ায় ৮ ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন। প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরা ধর্মঘটে নেতৃত্ব দেন। দলের সিনিয়র নেতা অপূর্ব কুমার ভট্টাচার্য এবং কয়েকশো কংগ্ৰেস কর্মী প্ৰতিবাদে অংশ নেন।
৩৭নং জাতীয় সড়কের দুরবস্থার প্ৰতিবাদে চাবুয়ায় কং-এর অবস্থান ধর্মঘট

Next Story