৩-০ গোলে মেক্সিকো ঝড় থামিয়ে দ্বিতীয় রাউন্ডে সুইডেন

৩-০ গোলে মেক্সিকো ঝড় থামিয়ে দ্বিতীয় রাউন্ডে সুইডেন

টানা দুম্যাচ জিতে ফিফা বিশ্বকাপে ঝড়ের গতিতে এগোচ্ছিল মেক্সিকো। কিন্তু বুধবার মস্কোর একাতেরিনাবার্গে সুইডেন থামিয়ে দেয় মেক্সিকান ঝড়। তবে পরপর দুম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত করে রেখেছিল মেক্সিকো। গ্ৰুপ এফ-এর তৃতীয় ম্যাচে সুইডেন এদিন ৩-০ গোলে মেক্সিকোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্ৰ পেয়ে যায়। ম্যাচের প্ৰথমার্ধ কাটে গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ৫০ মিনিটে প্ৰথম গোল দাগেন সুইডেনের অ্যাগুস্টিনসন। গোল পেতেই উদীপ্ত হয়ে ওঠে সুইডিশ আক্ৰমণ। ৬২ মিনিটে পেনাল্টির সুযোগ আসে সুইডেনের। স্পটকিকে গ্ৰ্যানকোভিস্ট সরাসরি গোল দাগেন প্ৰতিপক্ষের জালে। যে মেক্সিকান রক্ষণ জার্মানদের দৌড় আটকে দিয়েছিল,কোরিয়াকে যেমন খুশি নাচিয়েছিল,সেই মেক্সিকোর ছন্দপতন ঘটে এদিন। সারা মাঠে বল পজেশনে রেখেছে সুইডেন। মেক্সিকোর লোজানো,গুয়ার্দাদোকে আগাগোড়া নিষ্প্ৰভই দেখা গেল। একসময়ে সুইডিশ চাপ সামলানো কঠিন হয়ে দাঁড়ায় মেক্সিকান খেলোয়াড়দের পক্ষে। ৭৪ মিনিটে একটা আত্মঘাতী গোল করে বসেন মেক্সিকোর আলভারেজ। ম্যাচে সুইডেনের গোল বেড়ে ৩-০ দাঁড়ায়। এরপর আর শিরদাঁড়া সোজা করা মেক্সিকোর পক্ষে সম্ভব হয়নি।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com