৪২ কার্টুন অবৈধ মদ বাজেয়াপ্ত নগাঁওয়ে

৪২ কার্টুন অবৈধ মদ বাজেয়াপ্ত নগাঁওয়ে
Published on

নগাঁওঃ নগাঁও টাউন সাব-ইন্সপেক্টর(টিএসআই)গৌরব মহন্তের নেতৃত্বে ইলেকশন ফ্লাইং স্কোয়াডের একটি দল রবিবার নগাঁও সদর থানার অধীন শিয়ালমারি তেতেলিতলা এলাকায় একটি টাটা ম্যাজিক ভ্যান সহ প্ৰায় ৪২ কার্টুন অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে। ওই ভ্যানটি কামপুরের দিকে যাচ্ছিলো।

ঘটনায় জড়িত এক যুবককে আটক করেছে ওই বাহিনী। ধৃত যুবকটি কামপুর কচুয়ার বাসিন্দা আনোয়ার হুসেন বলে জানা গেছে। সূত্ৰটি আরও জানাচ্ছে,বিশেষ সূত্ৰে খবর পেয়ে ফ্লাইং স্কোয়াডের দল অবৈধ মদ পরিবাহী ম্যাজিকটিকে থামিয়ে ৪২ কার্টুন মদ বাজেয়াপ্ত করে। ওই ম্যাজিকের নম্বর হলো এএস-০২-বিসি-৭০৯৫।

পরে নগাঁও পুলিশ বাজেয়াপ্ত হওয়া মদ নগাঁও আবগারি বিভাগের হাতে তুলে দেয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com