Begin typing your search above and press return to search.

৪৪ বছর পর ১৩ জুলাই সূর্যগ্ৰহণ হলো

৪৪ বছর পর ১৩ জুলাই সূর্যগ্ৰহণ হলো

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 July 2018 4:11 PM GMT

৪৪বছর পর আজ ১৩ জুলাই সূর্যগ্ৰহণ হলো।গ্ৰহণের স্থায়িত্ব ছিল ১ঘন্টা ১৩ মিনিট।শুক্ৰবার ভারতীয় সময় সকাল ৭টা ১৮মিনিট ২৩সেকেন্ডে গ্ৰহণ শুরু হয় এবং চলে ৮টা ৩১মিনিট ৫সেকেন্ড পর্যন্ত।অস্ট্ৰেলিয়ার দক্ষিণপূর্ব উপকূল,তাসমানিয়া,নিউজিল্যান্ডের স্টিওয়ার্ট দ্বীপ এবং অ্যান্টারটিকার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে গ্ৰহণ দৃশ্যমান ছিল। আগামি ১১আগস্ট ফের আংশিক সূর্যগ্ৰহণ হবে।চাঁদ যখন সূর্য ও পৃথিবীর কক্ষপথের মধ্যে চলে আসে তখনই সূর্যগ্ৰহণ হয়।১১আগস্টের সূর্যগ্ৰহণ দৃশ্য হবে উত্তর মেরু,উত্তর ইউরোপ,উত্তর ওপূর্ব এশিয়ার একাংশে।

Next Story