গুয়াহাটিঃ সারা অসম মটক যুব ছাত্ৰ সম্মিলন রাজ্যের ছটি স্থানীয় জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দানে বিলম্বের প্ৰতিবাদে আগামি ১৮ ও ১৯ জুলাই রাজ্য জুড়ে অর্থনৈতিক অবরোধের ডাক দিয়েছে। এই ছটি জনগোষ্ঠী হলো তাই আহোম,মরান,মটক,চুটিয়া,কোচ রাজবংশী ও আদিবাসী। কেন্দ্ৰ ও রাজ্য সরকার প্ৰতিশ্ৰুতি পূরণে বিলম্ব করায় সম্মেলনের সভাপতি ডেভিড চেতিয়া গভীর উষ্মা ব্যক্ত করেন। তিনি অভিযোগ করেন,সরকার তাদের ‘প্ৰতারণা’ করেছে। চেতিয়া আরও বলেন সরকার এই ইস্যুতে দেরি করায় তারা একগুচ্ছ আন্দোলন কর্মসূচি হাতে নিচ্ছে।
Begin typing your search above and press return to search.