৪ জুলাই রাজ্যের চা বাগানগুলিতে ধর্মঘট ডাকল এসিএমএস

৪ জুলাই রাজ্যের চা বাগানগুলিতে ধর্মঘট ডাকল এসিএমএস
Published on

অসম চা মজদুর সংঘ(এসিএমএস)৪ জুলাই রাজ্যের সব চা বাগানে এক ঘণ্টার জন্য ধর্মঘট ডেকেছে।চা শ্ৰমিকদের দৈনিক ন্যূন্যতম পারিশ্ৰমিক সম্পর্কে দীর্ঘদিনের দাবি ঝুলিয়ে রাখার প্ৰতিবাদেই এই ধর্মঘট ডেকেছে তারা।এসিএমএস-এর সভাপতি পবন সিং ঘাটোয়ার এবং সাধারণ সম্পাদক দিলেশ্বর তাঁতি বলেন,সংগঠনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অসম টি প্ল্যাণ্টার্স অ্যাসোসিয়েশন শ্ৰমিকদের দৈনিক ন্যূনতম পারিশ্ৰমিক নির্ধারণ করেছিল।কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার একটি নিজস্ব কমিটি গঠন করে।বেশ কবার বৈঠকের পরও কমিটি এব্যাপারে কোনও সমাধানে পৌঁছয়নি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com