Begin typing your search above and press return to search.
৫২ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হলো

ধুবড়িঃ অসমের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে টানা ছয় বছর কাটানোর পর ৫২ জন বাংলাদেশি নাগরিককে রবিবার দক্ষিণ শালমারার মানকাচর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ওই ৫২ জনের মধ্যে ৫ জন হিন্দু রয়েছেন। অন্যান্যরা মুসলিম। দলে ৩টি শিশু ও ৫ জন মহিলা।
২০১২ সালে এই বাংলাদেশিদের চিহ্নিত করে তেজপুর ও গোয়ালপাড়ার ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। দীর্ঘ পরীক্ষার পর এবং আইনি প্ৰক্ৰিয়ায় এদের পরিচয় জানার পর বাংলাদেশ সরকার তাদের নাগরিকদের গ্ৰহণ করতে সম্মত হয়েছে।
এই সব বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর সময় ডিআইজি রৌনক আলি হাজরিকা,যুগ্মসচিব(গৃহ)রাকেশ আগরওয়ালা,দক্ষিণ-শালমারা-মানকাচরের জেলাশাসক আতিকা সুলতানা,এসপি অমৃত ভূঁঞা এবং বাংলাদেশ হাইকমিশনের অফিসার রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
Next Story