
জালিয়াতির ঘটনায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখনও সারা দেশে সংবাদের শিরোনামে রয়েছে। এই ব্যাংককে প্ৰতারণা করে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে অভিযুক্তের দেশ ছাড়ার আরও একটি ঘটনা প্ৰকাশ্যে এসেছে। সাম্প্ৰতিক এক রিপোর্টে প্ৰকাশ,গুজরাট ভিত্তিক স্টারলিং বায়োটেক-এর মালিক নীতিন সান্দেসারা ওই ব্যাংককে প্ৰতারণা করে ৫০০০ কোটি টাকা নিয়ে নাইজেরিয়া পালিয়ে গেছেন। সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)এখন তাকে খুঁজছে।
টাইমস অফ ইন্ডিয়ার উদ্ধৃতি দিয়ে একজন কর্মকর্তা বলেন,সংযুক্ত আরব আমিরশাহি কর্তৃপক্ষ নীতিনকে আগস্টের দ্বিতীয় সপ্তাহে দুবাইয়ে আটক করেছিল। কিন্তু ওই খবর আসলে সঠিক নয়। তাকে কখনোই দুবাইয়ে আটক করা হয়নি। নীতিন এবং তার পরিবার সম্ভবত এর অনেক আগেই নাইজেরিয়া চলে গিয়েছিলেন। তদন্তকারী সংস্থাগুলি এব্যাপারে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। নীতিন ভারতীয় অথবা অন্য কোনও দেশের পাসপোর্ট নিয়ে নাইজেরিয়া গিয়েছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। ব্যাংক জালিয়াতির ঘটনার প্ৰায় একমাস পর রিপোর্টটি প্ৰকাশ্যে আসে। নাইজেরিয়ার সঙ্গে ভারতের কোনও একস্ট্ৰাডিশন ট্ৰিটি অথবা পারস্পরিক সহযোগিতা চুক্তি(এমএটি)না থাকায় নীতিনের ঘটনা নিয়ে তদন্ত চালানো ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে।