অন্ধ্ৰপ্ৰদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে ধরনা চন্দ্ৰবাবুর

অন্ধ্ৰপ্ৰদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে ধরনা চন্দ্ৰবাবুর

নয়াদিল্লিঃ অন্ধ্ৰপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী এন চন্দ্ৰবাবু নাইডু মঙ্গলবার রাজ্যসভায় নাগরিকত্ব(সংশোধনী)বিলের(ক্যাব)বিরোধিতায় তাঁর সমর্থনের কথাই ব্যক্ত করেছেন।

‘বিলটি অসম ও উত্তর পূর্বাঞ্চলের খিলঞ্জিয়া মানুষের স্বার্থের পরিপন্থী। আমরা বিলের বিরুদ্ধে দাঁড়াবো’-বলেন নাইডু।

অন্ধ্ৰপ্ৰদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে ধরনা দেওয়ার জন্যই নাইডু নয়াদিল্লি এসেছেন। বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন,এই সরকার ‘সাম্প্ৰদায়িক রাজনীতি’ করছে।

‘পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে কি ঘটেছে আমরা তা দেখেছি। আমরা চাই না উত্তর পূর্বাঞ্চলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটুক’-বলেন নাইডু। ‘আমার দল বিতর্কিত বিলের বিরুদ্ধেই ভোট দেবে’।

নাইডুর তেলগু দেশম পার্টির(টিডিপি)ছয়জন সাংসদ রয়েছে রাজ্যসভায়।

এদিকে কংগ্ৰেসও দৃঢ়সংকল্প নিয়েছে যে তারা যেকোনও মূল্যে বিলের বিরোধি্তা করবে। ‘আমরা আমাদের অবস্থানে অবিচল রয়েছি। জনবিরোধী বিল আনতে আমরা সরকারকে কখনোই অনুমতি দেবো না। এটা অসমের মানুষের আবেগ-অনুভূতির পরিপন্থী’-একথা বলেন অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির(এপিসিসি)সভাপতি রিপুন বরা।

এদিকে,নেসোর একটি প্ৰতিনিধিদল মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমার সঙ্গে দেখা করে বিল বিরোধিতায় কৌশল ঠিক করা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছেন।

সাংমা ইতিমধ্যেই বলেছেন,সরকার যদি রাজ্যসভায় বিলটি আনে তাহলে ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি)এনডিএ জোট থেকে বেরিয়ে যাবে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com