অমিত শাহর বিরুদ্ধে সুপ্ৰিমকোর্টে যাচ্ছে সংগ্ৰামী মঞ্চ

অমিত শাহর বিরুদ্ধে সুপ্ৰিমকোর্টে যাচ্ছে সংগ্ৰামী মঞ্চ

গুয়াহাটিঃ অসম আন্দোলন সংগ্ৰামী মঞ্চ বিজেপি-র রাষ্ট্ৰীয় সভাপতি আমিত শাহর বিরুদ্ধে সুপ্ৰিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পরই সারা দেশে এনআরসি প্ৰবর্তন করার কথা বলে শাহ সর্বোচ্চ আদালত কর্তৃপক্ষকে অমান্য করার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে মঞ্চ।

শুক্ৰবার এখানে এক সাংবাদিক সম্মেলনে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা সংগ্ৰামী মঞ্চের মুখ্য উপদেষ্টা প্ৰফুল্ল কুমার মহন্ত বলেন,মঞ্চ এই বিষয়ে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে এবং শাহর বিরুদ্ধে আগামি দশদিনের মধ্যে তারা সুপ্ৰিমকোর্টের দ্বারস্থ হচ্ছে।

গত সোমবার শাহ কলকাতায় বলেছেন,যদি তারা ক্ষমতায় আসে তাহলে বিজেপি নাগরিকত্ব সংশোধনী বিল পাস করাবে এবং এরপর অনুপ্ৰবেশকারীদের চিহ্নিত করতে সারা দেশে এনআরসি প্ৰবর্তনের ব্যবস্থা করবে। শাহ আরও বলেছেন,দেশে আশ্ৰয় নেওয়া হিন্দু শরণার্থীদের ক্ষেত্ৰে এনআরসি প্ৰযোজ্য হবে না। এনআরসি হচ্ছে এমন একটা রেজিস্টার যেখানে শুধু প্ৰকৃত ভারতীয়দের নাম থাকবে। দেশের মধ্যে শুধু অসমেই এনআরসি রয়েছে,যা প্ৰস্তুত করা হচ্ছে ১৯৫১ সালের জনগণনার ভিত্তিতে। সুপ্ৰিমকোর্টের নির্দেশ ও তত্ত্বাবধানে অসমে এনআরসি নবায়নের কাজ চলছে। শীর্ষ আদালত ৩১ জুলাই চূড়ান্ত এনআরসি প্ৰকাশের সময়সীমাও বেঁধে দিয়েছে।

‘কাজ এতটা এগিয়ে যাওয়ার পর শাহ কি করে বললেন নাগরিকত্ব বিল পাসের পর বিজেপি এনআরসি নবায়ন করবে। এধরনের বিবৃতি দিয়ে শাহ পুরো এনআরসি প্ৰক্ৰিয়া তরলতর করার চেষ্টা করেছেন’-সংগ্ৰামী মঞ্চের একজন আহ্বায়ক আইনজীবী দিলীপ চৌধুরী একথা বলেন। চৌধুরী আরও বলেন,শাহ শুধু সুপ্ৰিম কোর্টকেই অমান্য করেননি,অসমের ভূমিপুত্ৰদের অস্তিত্ব,সংস্কৃতি ও ভাষার ওপরও হুমকি সৃষ্টি করেছেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com