অসমের চারটি প্ৰচার মাধ্যমের বিরুদ্ধে রাজ্য সরকারকে তদন্তের নির্দেশ স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের

অসমের চারটি প্ৰচার মাধ্যমের বিরুদ্ধে রাজ্য সরকারকে তদন্তের নির্দেশ স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের

গুয়াহাটিঃ জঙ্গি আদর্শবাদ ছড়ানো এবং অসমের যুবকদের নিষিদ্ধ সংগঠনগুলোতে নতুন করে নিয়োগে সক্ৰিয়ভাবে সাহা্য্যে ঢালাও প্ৰচার চালানোয় তাদের ভূমিকা থাকার অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক রাজ্যের চারটি প্ৰচার মাধ্যমের বিরুদ্ধে তদন্ত করতে অসমের গৃহসচিব আশুতোষ অগ্নিহোত্ৰি এবং ডিজিপি কুলধর শইকিয়াকে নির্দেশ দিয়েছে।

এব্যাপারে লিগেল রাইটস অবজারভেটরি(এলআরও)অসমের সন্দেহজনক ওই প্ৰচার মাধ্যম ও সেগুলির মালিকদের ভূমিকা,তাদের আর্থিক লেনদেন,আয়ের সূত্ৰ,বিদেশি গোয়েন্দা সংস্থা ও নিষিদ্ধ সন্ত্ৰাসী সংগঠনগুলোর কাছ থেকে টাকার প্ৰবাহ এবং এর সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সম্ভাব্য বিষয়ে তদন্ত করতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের(এমএইচএ)কাছে লিখে পাঠিয়েছিল।

এলআরও স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের কাছে লেখা ওই চিঠিতে ইউএপিএ এবং এমএসএ অ্যাক্টের অধীনে রাজ্যের ওই প্ৰচার মাধ্যম ও তাদের মালিকদের আর্থিক লেনদেন ও অপরাধমূলক কার্যকলাপের তদন্ত করতে বলেছিল।

এলআরও-র ওই নালিশে অভিযোগ করা হয়েছে যে,নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে রাজ্যে যখন টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ওই সময় অসমের বেশকটি প্ৰচার মাধ্যমে জঙ্গি সংগঠন আলফা রাজ্যে নতুন নিয়োগ শুরু করছে বলে প্ৰচার চালায়। এলআরও-র মতে,এই প্ৰচার মাধ্যমগুলি জঙ্গি সংগঠনগুলিকে রীতিমতো আশকারা দিয়েছে। এধরনের প্ৰচার রুখতে অসম সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে লোকসভা নির্বাচনী প্ৰক্ৰিয়া চলাকালে পরিস্থিতি খারাপের দিকে মোড় নিতে পারে-চিঠিতে উল্লেখ করেছে এলআরও।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com