ইউজিসি হারে বেতন বিশ্ববিদ্যালয়,কলেজ শিক্ষকদের,উপকৃত হচ্ছেন ১১,৬০০ জন

ইউজিসি হারে বেতন বিশ্ববিদ্যালয়,কলেজ শিক্ষকদের,উপকৃত হচ্ছেন ১১,৬০০ জন

গুয়াহাটিঃ রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়,সরকারি ডিগ্ৰি কলেজ,ইঞ্জিনিয়ারিং,মেডিক্যাল ইত্যাদির শিক্ষক-কর্মীদের সংশোধিত ইউজিসি হারে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৬-র ১ এপ্ৰিল থেকে এই সংশোধিত হারে বেতন পাবেন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা। অর্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা শুক্ৰবার একথা ঘোষণা করে বলেন,দিশপুর ইউজিসি স্কেলে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় উচ্চ ও কারিগরি শিক্ষায় কর্মরত ১১,৬০০ জন সরাসরি উপকৃত হবেন।

পুজোর আগে বর্ধিত বেতনের বকেয়াও মিটিয়ে দেওয়া হবে। কারিগরি ও উচ্চ শিক্ষা প্ৰতিষ্ঠানের শিক্ষকদেরও ইউজিসি হারে বেতন দেওয়া হবে। বেতন বৃদ্ধির জন্য রাজ্য কোষাগারকে এবছর প্ৰায় ৬০০ কোটি টাকার বাড়তি দায়িত্ব বহন করতে হবে। এরজন্য বছরে খরচ হবে ১৭৬ কোটি টাকা।

শর্মা জানান প্ৰণাম আইনটি ২ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। এই প্ৰকল্পের মাধ্যমে সরকারি চাকরিরত সন্তানরা যদি তাদের বৃদ্ধ পিতা-মাতাকে না দেখে তাহলে তাদের বেতন থেকে ১০ শতাংশ টাকা কেটে নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com