উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় বাজিমাত মফস্বলের

উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় বাজিমাত মফস্বলের

গুয়াহাটিঃ উচ্চ মাধ্যমিকে এবার তিন বিভাগেই শীর্ষস্থান দখল করেছে নগাঁও। মেধায় দ্বিতীয় স্থানে রয়েছে বরপেটা। গুয়াহাটি বাণিজ্যে দুটি ও বিজ্ঞানে ১টি স্থান পেয়েছে। পরীক্ষা দিয়েছিল ২,৫০,৭১৩। পাশকরেছে ১,৯৩,২৭৭ জন। পাশের হার কলায় ৭৪.৬৮,বাণিজ্যে ৮৪.৬৪ ও বিজ্ঞানে ৮৫.৭৪%।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com