উত্তর পূর্বাঞ্চলে ভূমিকম্প,খোঁজ নিলেন প্ৰধানমন্ত্ৰী

উত্তর পূর্বাঞ্চলে ভূমিকম্প,খোঁজ নিলেন প্ৰধানমন্ত্ৰী
Published on

ইটানগর/দিশপুরঃ বুধবার রাত প্ৰায় ১-৪৫ নাগাদ ভূমিকম্পের ঝটকায় কেঁপে ওঠে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি। কম্পনের মাত্ৰা ছিল রিখটার স্কেলে ৫.৮। অরুণাচল প্ৰদেশের শিয়াং জেলা কম্পনের উৎস স্থল বলে জানা গিয়েছে। শিলঙের সেণ্ট্ৰাল সিসমোলজিক্যাল অবজারভেটরির ভূকম্পন বিশেষজ্ঞ অ্যান্ড্ৰু লিংডো একথা জানিয়েছেন।

অসম,নাগাল্যান্ড,পড়শি দেশ চিন,মায়ানমার ও ভূটানে কম্পন অনুভূত হয়। এদিকে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বুধবার সকালে টেলিফোনে অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বলে ভূমিকম্পের প্ৰভাব ও ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ নিয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com