এনআরসিঃ দাবি আপত্তির সময়সীমা ফের বাড়ানোর আজ সুপ্ৰিম কোর্টে শুনানি

এনআরসিঃ দাবি আপত্তির সময়সীমা ফের বাড়ানোর আজ সুপ্ৰিম কোর্টে শুনানি

জাতীয় নাগরিকপঞ্জির খসড়াছুরা দাবি আপত্তি দাখিলের শেষ সময়সীমা ১৫ ডিসেম্বর সুপ্ৰিম কোর্ট তরফে বেঁধে দেওয়া হয়েছে। যদিও আজ দেশের শীর্ষ আদালতে এই সময়সীমা বৃদ্ধির পক্ষে জানান আবেদনের শুনানি করা হচ্ছে।

উল্লেখ্য,অসম সরকার,সারা অসম সংখ্যালঘু ছাত্ৰ ইউনিয়ন(আমসু)-সহ বষ্হকয়েকটি সংগঠন এই সময়সীমা বৃদ্ধির জন্য আদালতে আবেদন জানিয়েছে। অন্যদিকে এনআরসির চূড়ান্ত খসড়া থেকে ৪০ লক্ষাধিক মানুষের নাম বাদ পড়েছে। এদের নাম অন্তর্ভূক্তির জন্য ১৫ ডিসেম্বর দিনটি স্থির করে দেওয়া হয়। যাবতীয় নথি-পত্ৰ নিয়ে আবেদন দাখিল করার জন্য নির্দিষ্ট সময়ও দেওয়া হয়।

এই সময়সীমা আদালত তরফে পূর্বেও বৃদ্ধি করা হয়েছে। তবে আদালত এদিন এই সংক্ৰান্তে কি নির্দেশ দেয় এরজন্য অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে এরজন্য গুয়াহাটি থেকে দিল্লি ছুটে গিয়েছেন বেশকয়েকটি দক সংগঠনের নেতৃবিন্দ এবং আইনজীবীরা।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com