এনআরসির চূড়ান্ত খসড়ার প্ৰশংসা করে এটাকে ঐতিহাসিক মুহূর্ত আখ্যা আলফার আলোচনাপন্থীদের

এনআরসির চূড়ান্ত খসড়ার প্ৰশংসা করে এটাকে ঐতিহাসিক মুহূর্ত আখ্যা আলফার আলোচনাপন্থীদের

‘অসমের মানুষের জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এনআরসির খসড়া আমরা সর্বান্তকরণে মেনে নিচ্ছি এবং এব্যাপারে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে’-বলেন আলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া।

জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া আজ প্ৰকাশিত হওয়ায় সংযুক্ত মুক্তি বাহিনী অসম(আলফা)-এর আলোচনাপন্থী গোষ্ঠী খোলাখুলি সমর্থন জানিয়েছে। আলোচনাপন্থীরা সাংবাদিকদের কাছে এক ইস্তাহার প্ৰকাশ করে বলেছেন,এনআরসির চূড়ান্ত খসড়া প্ৰকাশিত হওয়ায় তারা সরকারকে সমর্থনের হাত বাড়িয়ে দেবে এবং সেই সঙ্গে অসমের মানুষের কাছে এটা একটা ঐতিহাসিক ক্ষণ বলে তারা উল্লেখ করেন।

ওই বিজ্ঞপ্তিতে আলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া লিখেছেন,‘অসমের মানুষের জন্য এটা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। আমরা সর্বান্দকরণে এই খসড়া মেনে নিচ্ছি এবং এব্যাপারে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে’। পুরো এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়ায় আসু এবং আসাম পাবলিক ওয়ার্কসের(এপিডব্লিউ)আগাগোড়া সমর্থন ও লেগে থাকার প্ৰশংসা করেছেন আলফার আলোচনাপন্থীরা।

আসু ও এপিডব্লিউ-র চেষ্টায় এই দুঃসাধ্য সাধন করা সম্ভব হয়েছে যা ইতিহাস সৃষ্টি করেছে-উল্লেখ করা হয় আলফার আলোচনাপন্থীদের বিবৃতিতে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com