এনআরসি-র খসড়া থেকে বাদ পড়লেন রাজ্যের দু্ই বিধায়ক

এনআরসি-র খসড়া থেকে বাদ পড়লেন রাজ্যের দু্ই বিধায়ক

গুয়াহাটিঃ তুমুল উৎকণ্ঠা ও কড়া নিরাপত্তায় আজ জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া গুয়াহাটিতে প্ৰকাশ করা হয়। ফরেনার্স ট্ৰাইবুনালের ঘোষিত বিদেশি ও ‘ডি’ ভোটার সহ খসড়া থেকে ৪০,০৭,৭০৭ জন লোকের নাম বাদ পড়েছে। অসমের দুজন বিধায়ক এনআরসির চূড়ান্ত খসড়ায় তাঁদের নাম খুঁজে পাননি। এঁদের একজন হলেন মরিগাঁওয়ের রমাকান্ত দেউরি। তিনি শাসক দল বিজেপি-র বিধায়ক।

নামছুট অন্য বিধায়ক হলেন এআইইউডিএফ-র অনন্ত কুমার মালো। স্থানীয় প্ৰচার মাধ্যম দেউরির বিবৃতি উদ্ধৃত করে বলেছে,নাম অন্তর্ভুক্তির জন্য তিনি আর আবেদন করবেন না। কারণ তিনি ভূমিপুত্ৰ। তাঁর পরিবারের সদস্যদের নামও চূড়ান্ত খসড়ায় ওঠেনি।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com