কামরূপ জেলাশাসকের কার্যালয়ের পিছন দিকে আবর্জনার স্তূপ

কামরূপ জেলাশাসকের কার্যালয়ের পিছন দিকে আবর্জনার স্তূপ

গুয়াহাটিঃ গঙ্গা দূষণ রোধে দেশের একপ্ৰান্তে যখন ব্যস্ততা চলছে সে সময়ে অসমে ব্ৰহ্মপুত্ৰের তিরে আবর্জনা ফেলে নদীর জল দূষিত করা হচ্ছে। গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন স্থানে ব্ৰহ্মপুত্ৰ তিরে আবর্জনার স্তূপ গড়ে উঠেছে। গুয়াহাটিতে খোদ জেলাশাসকের কার্যালয়ের পিছন দিকে আবর্জনা ফেলা হচ্ছে লাগাতার। বর্ষায় জল বাড়লে সেগুলি নদীতে ভেসে গিয়ে জল যে দূষিত করবে এতে কোনও সন্দেহ নেই। ওখানে একটা ডাস্টবিন পর্যন্ত নেই। কেন্দ্ৰীয় দূষণ নিয়ন্ত্ৰণ বোর্ড(সিপিসিবি)নদীর প্ৰায় ২৮টি জায়গা দূষিত বলে ইতিমধ্যেই চিহ্নিত করেছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com