গুয়াহাটি-উত্তর গুয়াহাটির মধ্যে উন্নত যোগাযোগের দাবিতে কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰদের সমাবেশ

গুয়াহাটি-উত্তর গুয়াহাটির মধ্যে উন্নত যোগাযোগের দাবিতে কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰদের সমাবেশ

গুয়াহাটিঃ কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰরা গুয়াহাটি-উত্তর গুয়াহাটির মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবিতে বৃহস্পতিবার এখানে একটি মিছিল বের করে। উল্লেখ করা যেতে পারে এই বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্ৰী অঙ্কিতা বরুয়া ও ডিম্পি বরা(উভয়েই ১৭) বুধবার গুয়াহাটিতে ফেরি দুর্ঘটনায় মারা যায়। যান্ত্ৰিক নৌকো ডুবির ঘটনায় সরকার এবং অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের সমালোচনা করে উত্তর গুয়াহাটির বাসিন্দারাও একটি রেলি বের করেন। সন্দিকৈ গার্লস কলেজের ছাত্ৰীরাও প্ৰতিবাদ সমাবেশে অংশ নেন।

যান্ত্ৰিক ফেরি দুর্ঘটনার পর এনডিআরএফ,এসডিআরএফ ভারতীয় সেনা,অসম পুলিশ ও অসামরিক প্ৰশাসনের কর্মীরা যৌথ অভিযান চালিয়ে ২২ জনকে নদীর বুক থেকে উদ্ধার করে। এখনও নদীর বুকে চলছে তল্লাশি অভিযান। ‘দুজন ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন বলে আমাদের কাছে খবর রয়েছে এবং সেইহেতু উদ্ধার অভিযান চলছে’-বলেছে অসম পুলিশ। কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰীরা শুক্ৰেশ্বর দেবালয়ের কাছ থেকে রেলি বের করায় এদিন ব্যস্ত এই পথে তীব্ৰ যানজটের সৃষ্টি হয়। এদিকে স্থানীয় জনগণ উন্নত যোগাযোগের জন্য গুয়াহাটি-উত্তর গুয়াহাটির মধ্যে অবিলম্বে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com