ঝড়ে ক্ষতিগ্ৰস্ত মানুষকে সাহায্য করতে রাজস্ব বিভাগকে নির্দেশ মুখ্যমন্ত্ৰীর

ঝড়ে ক্ষতিগ্ৰস্ত মানুষকে সাহায্য করতে রাজস্ব বিভাগকে নির্দেশ মুখ্যমন্ত্ৰীর

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রাজ্যে ঝড়ে ক্ষতিগ্ৰস্ত মানুষকে সম্ভাব্য সব সাহা্য্য দিতে মঙ্গলবার রাজস্ব বিভাগকে নির্দেশ দেন। বিভাগকে তার জনশক্তি ও প্ৰশাসনিক ব্যবস্থা সুনিশ্চিত করে ক্ষতিগ্ৰস্তদের পাশে দাঁড়াতে বলেছেন মুখ্যমন্ত্ৰী।

সরকারি সাহা্য্য যাতে ভূমিহীন মানুষের হাতে পৌঁছয় সেটাও সুনিশ্চিত করতে বলেছেন বিভাগকে। তাছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্ৰস্তদের সব রকমের সাহা্য্য দানে এগিয়ে আসতেও বিভাগকে বলেছেন তিনি। একইসঙ্গে আগুনে ক্ষতিগ্ৰস্ত ফার্মগুলির মালিকদের সাহা্য্যে একটা নতুন গাইডলাইন প্ৰস্তুত করতেও বিভাগকে বলেছেন সোনোয়াল। বার্ষিক বন্যার প্ৰাক্কালে প্ৰস্তুতির বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার জনতাভবনের কনফারেন্স হলে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করে সোনোয়াল এই নির্দেশগুলি দেন। রাজ্যে বন্যার সময় বিভিন্ন ব্যবস্থা গ্ৰহণ করা সম্পর্কেও বৈঠকে অনুপুঙ্খ আলোচনা করা হয়।

প্ৰাকৃতিক দুর্যোগের সময় ত্ৰাণ ও উদ্ধার অভিযানের জন্য প্ৰস্তুত থাকতে বলেন রাজস্ব বিভাগকে। তিনি আরও বলেন, বিভাগটি যেন সব জেলাশাসকদের প্ৰাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জনবল ও সামগ্ৰী নিয়ে নিজস্বভাবে প্ৰস্তুত থাকতে নির্দেশ দেন। আপতকালীন সময়ে প্ৰতি জেলায় জেলায় যেন প্ৰয়োজনীয় পর্যাপ্ত খাদ্য সামগ্ৰী মজুত রাখা হয়। জনস্বাস্থ্য কারিগরি ও স্বাস্থ্য বিভাগকে পর্যাপ্ত ওষুধপত্ৰ মজুত করে রাখতেও বলেছেন মুখ্যমন্ত্ৰী। বন্যার সময় বন্যজীবন বাঁচাতে প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ সম্পর্কেও আলোচনা হয় এদিনের বৈঠকে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com