টি-২০-তে ফিরছেন মহেন্দ্ৰ সিং ধোনি

টি-২০-তে ফিরছেন মহেন্দ্ৰ সিং ধোনি
Published on

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজে দলের বাইরে থাকার পর, ফের টি২০ দলে ফিরলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সামনের বছর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ভারতীয় দলে রয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ায় আসন্ন একদিনের সিরিজ এবং নিউজিল্যান্ডে একদিনের এবং টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। সেই দলের ধোনি ছাড়া বিশেষ কোনো চমক অবশ্য নেই। তবে একদিনের দলে ফিরে এসেছেন মহম্মদ শামি, দীনেশ কার্তিক এবং হার্দিক পাণ্ড্য।দেখে নিন ভারতীয় দল কেমন হল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য: বিরাট, রোহিত, রাহুল, ধাওয়ান, রায়ুড়ু, কার্তিক, কেদার যাদব, ধোনি, হার্দিক, কুলদীপ, চাহল, জাদেজা, ভুবনেশ্বর, বুমরাহ, শামি, খালিল আহমেদ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য: বিরাট, রোহিত, রাহুল, ধাওয়ান, পন্থ, কার্তিক, কেদার যাদব, ধোনি, হার্দিক, ক্রুনাল, কুলদীপ, চাহল, ভুবনেশ্বর, বুমরাহ, খালিল আহমেদ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com