দেশ নিরাপদ হাতেই রয়েছে,বললেন প্ৰধানমন্ত্ৰী

দেশ নিরাপদ হাতেই রয়েছে,বললেন প্ৰধানমন্ত্ৰী

চুরুঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি মঙ্গলবার জাতির উদ্দেশে বলেন,দেশ নিরাপদ হাতেই রয়েছে এবং দেশের মাথা নোয়াতে তিনি কখনোই দেবেন না। পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে মঙ্গলবার কাকভোরে সন্ত্ৰাসী সংগঠন জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে ভারতীয় বায়ু সেনার দুঃসাহসিক অভি্যানকে স্যালুট জানিয়ে প্ৰথমবার এখানে জনাকীর্ণ সমাবেশে এই মন্তব্য করেন মোদি। সমাবেশে বক্তব্য পেশ করার সময় প্ৰধানমন্ত্ৰীকে খুবই উৎফুল্লিত দেখাচ্ছিল। মঙ্গলবারের দিনটাকে একটা ঐতিহাসিক দিন উল্লেখ করে তিনি বলেন,‘এই মুহূর্তে একটি কবিতার কয়েকটি পংক্তি আমার মনে হচ্ছে যা আমি আওড়েছিলাম ২০১৪ সালে বিজয় শঙ্খ যুব সঙ্গমে সেটাই আরও একবার উচ্চারণ করছি’। মোদি একথা বলার সঙ্গে সঙ্গে সমাবেশে উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

ভারত মাতার প্ৰতি শ্ৰদ্ধা জানিয়ে চুরুর মাটি থেকেই আমি ওই কবিতার কটি পংক্তি ফের আওড়াচ্ছি। তিনি বলেন,সৌগন্দ মুঝে ইস মিট্টি কি,ম্যায় দেশ নেহি মিটনে দুঙ্গা,ম্যায় দেশ নেহি রুখনে দুঙ্গা,ম্যায় দেশ নেহি ঝুকনে দুঙ্গা। সৌগন্ধ মুঝে হ্যায় মিট্টি কি,ম্যায় দেশ নেহি মিটনে দুঙ্গা,মেরা বচন হ্যায় ভারত মাকো,তেরা শির ঝুকনে নেহি দুঙ্গা। জাগ রহা হ্যায় দেশ মেরা,হার ভারতবাসী জিতেগা। সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি,ম্যায় দেশ নেহি মিটনে দুঙ্গা,হামে ইনে ফির সে দোহরানা হ্যায় আউর খুদকো ইয়াদ দিলানা হ্যায় ভটকেঙ্গে নেহি আটকেঙ্গে নেহি। কুছ ভি হো হাম দেশ নেহি মিটনে দেঙ্গে। সৌগন্ধ হ্যায় মুঝে ইন মিট্টি কি ম্যায় দেশ নেহি ঝুকনে দেঙ্গে। সৌগন্ধ হ্যায় মুঝে ইন মিট্টি কি ম্যায় দেশ নেহি ঝুকনে দেঙ্গে। এলওসি অতিক্ৰম করে জইশের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দুঃসাহসিক অভিযানের জন্য মোদি এদিন ভারতীয় বায়ু সেনাকে প্ৰশংসায় ভরিয়ে দেন। প্ৰধানমন্ত্ৰীর ওই কবিতার বাংলা অর্থ হচ্ছে ‘দেশের মাটির শপথ নিয়ে বলছি,এই দেশকে কখনো থামতে দেবো না,দেশকে কখনো মিটতে দেবো না বিরোধীরাও বায়ু সেনার এই সাফল্যের প্ৰশংসা করেছেন। মোদি এদিন পাকিস্তান অথবা জইশ-ই-মহম্মদ কারো নাম উল্লেখ না করে সভায় উপস্থিত জনতাকে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দেওয়ার আহ্বান জানান। জনতাও প্ৰধানমন্ত্ৰীর ওই আহ্বানে সাড়া দিয়ে ভারত মাতার বিজয় ধ্বনিতে আকাশ বাতায় কাঁপিয়ে তোলেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com