নদী পরিবহণ ব্যবস্থা চাঙ্গা করতে ব্যবস্থা নিচ্ছে দিশপুর

নদী পরিবহণ ব্যবস্থা চাঙ্গা করতে ব্যবস্থা নিচ্ছে দিশপুর

গুয়াহাটিঃ নতুন বছরে গুয়াহাটি-উত্তর গুয়াহাটির মধ্যে জলপথে পরিবহণ ব্যবস্থা চাঙ্গা করতে দিশপুর ব্ৰহ্মপুত্ৰের বুকে রো রো(রোল অন রোল অফ)সহ চারটি ফেরি সেবা চালু করার পরিকল্পনা এঁটেছে। বিশ্ব ব্যাংকের তহবিল সাহায্যে আরও ৩০টি জলযান চালু করার পরিকল্পনাও রয়েছে সরকারের। তবে এই ফেরি সেবাগুলি ২০১৯-এর শেষাশেষি কার্যকরী করা হতে পারে।

চলতি বছরের সেপ্টেম্বরে উত্তর গুয়াহাটিতে ব্ৰহ্মপুত্ৰের বুকে যন্ত্ৰ চালিত নৌকো দুর্ঘটনার পর ব্ৰহ্মপুত্ৰে যান্ত্ৰিক নৌকো চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। ওই নিষেধাজ্ঞার ফলে রাজ্যে নদী পথে পরিবহণ ব্যবস্থায় ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হতে দেখা গেছে। যন্ত্ৰচালিত নৌকো নিষিদ্ধ হওয়ায় উত্তর গুয়াহাটির মানুষ প্ৰচণ্ড অসুবিধার সম্মুখীন হন।

রো রো জলযানের একসঙ্গে ২০০ জন যাত্ৰী এবং ১২টি লোডেড ট্ৰাক বহনের ক্ষমতা রয়েছে। বর্তমানে রাজ্যের আভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের হাতে দুটো রো রো জলযান রয়েছে। এরমধ্যে একটি ধুবড়ি ও দক্ষিণ শালমারার মধ্যে যাত্ৰী ও ট্ৰাক ইত্যাদি পারাপারের কাজে নিয়োজিত রয়েছে। আরও একটি রো রো মাজুলিতে নিমাতিঘাট ও কমলাবাড়ির মধ্যে যাত্ৰী ও ট্ৰাক ইত্যাদি পারাপার করছে।

দিশপুর আশা করছে,চলতি বছরের ডিসেম্বরের শেষাশেষি আরও একটি রো রো কেন্দ্ৰীয় জাহাজ মন্ত্ৰকের কাছ থেকে পাওয়া যাবে। আরও চারটি রো রো-র জন্য রাজ্যের তরফে যে প্ৰস্তাব রাখা হয়েছে কেন্দ্ৰীয় জাহাজ মন্ত্ৰক তা বিবেচনা করছে বলে দিশপুরকে আশ্বস্ত করেছে।

পরিবহণ বিভাগের কমিশনার আশুতোষ অগ্নিহোত্ৰী দ্য সেন্টিনেলকে বলেছেন,‘আমরা আশা করছি নতুন বছরেই কেন্দ্ৰের কাছ থেকে আরও একটি রো রো জলযান পাওয়া যাবে। বর্তমানে আমাদের কাছে দুটো রো রো আছে। কেন্দ্ৰের কাছে আরও চারটি রো রো চাওয়া হয়েছে। কেন্দ্ৰ আমাদের আশ্বাস দিয়েছে প্ৰস্তাবটি তারা বিবেচনা করছে। তবে আমরা আশা করছি আগামি বছরের মধ্যে ওই চারটি রো রো আমাদের হাতে এসে যাবে-বলেন তিনি।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com