নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ভোট দিতে রাজনৈতিক দলগুলির প্ৰতি আহ্বান আসু,নেসোর

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ভোট দিতে রাজনৈতিক দলগুলির প্ৰতি আহ্বান আসু,নেসোর

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিল(২০১৯)যাতে কোনওভাবেই আইনে পরিণত হতে না পারে তা সুনিশ্চিত করতে সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু),৩০টি জাতীয় সংগঠন,উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠন(নেসো)রাজ্যসভায় বিলের বিরুদ্ধে ভোট দিতে সব বিরোধী দল,ইউপিএ ও এনডিএ-র শরিক দলগুলির প্ৰতি আবেদন জানিয়েছে।

৩১ জানুয়ারি সংসদের আসন্ন অধিবেশনের পর যেকোনও সময় বিলটি রাজ্যসভায় তোলার সম্ভাবনা রয়েছে। আসুর সভাপতি দীপাঙ্ককুমার নাথ এবং সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ যৌথভাবে স্বাক্ষরিত এক প্ৰেস বিবৃতিতে ওই আবেদন জানিয়ে উল্লেখ করেন যে বিলটি খারিজ করা তখনই সম্ভব হবে যদি সদস্যরা ভোটিং সেশনে উপস্থিত থেকে বিলের বিরুদ্ধে ভোট দেন। তাঁরা আরও বলেন,যদি সদস্যরা বিলের বিরুদ্ধে ভোট না দেন তাহলে বিজেপির শক্তি বেড়ে যাবে এবং অতি সহজেই তারা রাজ্যসভায় বিলটি পাস করিয়ে নেবে। ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যসভার অধিবেশন।

ছাত্ৰ নেতারা আরও উল্লেখ করেন যে ‘বেশকটি জাতীয় ও আঞ্চলিক দল আমাদের কথা দিয়েছে রাজ্যসভায় তারা বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে’।

আসু এবং অন্যান্য ৩০টি জাতীয় সংগঠন অন্য একটি প্ৰেস বিবৃতিতে ঘোষণা করেছে যে রাজ্যসভার অধিবেশনের দিন রাজ্যের প্ৰতি জেলা সদরে তারা মশাল মিছিল বের করবে। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামি ৪ ফেব্ৰুয়ারি সংগঠনের সব আঞ্চলিক ইউনিট এলাকায় তারা ১০ ঘণ্টা অনশন ধর্মঘট পালন করবে। তাঁরা আরও বলেন ঘোষিত কর্মসূচি অনু্যায়ী তারা বিভিন্ন স্থানে একইসঙ্গে জনসভার আয়োজন করবে এবং বিলের বিরুদ্ধে ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

এদিকে নলবাড়িতে সম্প্ৰতি আসু কর্মীদের ওপর পুলিশি নিপীড়নের প্ৰতিবাদে ছাত্ৰ সংস্থার কর্মী,সমর্থকরা মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্থানে জাতীয় সড়ক অবরোধ করেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com