নাগরিকত্ব বিল কখনোই অসম চুক্তি লঙ্ঘন করতে পারে নাঃ ভুবনেশ্বর কলিতা

নাগরিকত্ব বিল কখনোই অসম চুক্তি লঙ্ঘন করতে পারে নাঃ ভুবনেশ্বর কলিতা
Published on

গুয়াহাটিঃ যৌথ সংসদীয় কমিটির(জেপিসি)সদস্য তথা অসমের কংগ্ৰেস সাংসদ ভুবনেশ্বর কলিতা বলেছেন,নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ কখনোই অসম চুক্তি লঙ্ঘন করতে পারে না। তাঁর মতে,অসম চুক্তির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বিলটি উত্থাপন করা যেতে পারে। কিন্তু বর্তমানে বিলটি যে ধাঁচে রয়েছে সেভাবে এটি উত্থাপন করা হলে তা অসাংবিধানিক হবে এবং সেটা অসম চুক্তির বিরুদ্ধে যাবে। বুধবার দ্য সেন্টিনেলের সঙ্গে কথা বলার সময় কলিতা এই বিবৃতি দেন।

‘বিলটি সংশোধন করা নিয়ে কয়েকজন জেপিসি সদস্য ইতিমধ্যেই কিছু সুপারিশ রেখেছেন। এমন কি বিল থেকে ‘বাংলাদেশ’ শব্দটি মুছে ফেলারও সুপারিশ এসেছে। মঙ্গলবার সংসদে যৌথ সংসদীয় কমিটির বৈঠক চলাকালে বেশকজন সদস্য বিলের পক্ষে ও বিপক্ষে মতামত রেখেছেন। কংগ্ৰেস,তৃণমূল কংগ্ৰেস এবং সমাজবাদী পার্টি বৈঠকে বিলের বিরোধিতা করেছে’। একথা জানিয়ে কলিতা আরও বলেন,‘জেপিসি-র বৈঠক যেহেতু অর্ধসমাপ্ত থেকে গেছে,সেই হেতু কমিটির সব সদস্যকে বিল সম্পর্কে তিনদিনের মধ্যে তাদের মতামত তুলে ধরার জন্য অনুরোধ করা হয়েছে। জেপিসি পরবর্তী বৈঠক আগামি ২৭ নভেম্বত অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও একজন জেপিসি সদস্য তথা অসমের কংগ্ৰেস সাংসদ সুস্মিতা দেব নাগরিকত্ব(সংশোধনী)বিল সমর্থন করা নিয়ে জানতে চাওয়া ঽলে কলিতা বলেন,‘কেউ ব্যক্তিগতভাবে বিলটি সমর্থন করতেই পারে। তবে দল যে সিদ্ধান্ত নেবে তা প্ৰত্যেকেই মানতে বাধ্য’। যৌথ সংসদীয় কমিটিতে মোট ৩০ জন সদস্য রয়েছেন এবং কমিটিতে এবছর ডিসেম্বরের মধ্যে বিল সম্পর্কে তাদের রিপোর্ট সংসদে দাখিল করতে হবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com