বই মানুষের নিঃসঙ্গতা দূর করেঃ লক্ষীনন্দন বরা

বই মানুষের নিঃসঙ্গতা দূর করেঃ লক্ষীনন্দন বরা

‘অসমের গ্ৰামাঞ্চলে থাকা শ্ৰীশ্ৰী জগতগুরু গ্ৰস্থাগার এবার সুবর্ণজয়ন্তী পালন করছে। নগাঁও জেলার হাতিচোং মৌজার খালৈগাঁওয়ে শ্ৰীশ্ৰী জগতগুরু গ্ৰস্থাগারের বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তীর আজ তৃতীয় দিন। সুবর্ণজয়ন্তীতে পা দেওয়া অসমে সম্ভবত এটা একটা বিরল গ্ৰস্থাগার’। রাজ্যের বরেণ্য সাহিত্যিক তথা অসম সাহিত্য সভায় প্ৰাক্তন সভাপতি ড.লক্ষ্মীনন্দন বরা এদিন বিকেলে আয়োজিত এক প্ৰকাশ্য সভায় একথা বলেন।

নিজের ভাষণে গরিয়সীর সম্পাদক খ্যাতিমান সাহিত্যিক বরা বলেন,একটা গ্ৰামে কোনও গ্ৰান্থাগার ৫০ বছর অতিক্ৰম করাটা খুবই উল্লেখযোগ্য বিষয়। এরজন্য ধন্যবাদের পাত্ৰ এই অঞ্চলের মানুষ। হাতিচোং অঞ্চলের সুসন্তান ড. বরা বলেন,তাঁর সমগ্ৰ সৃষ্টিরাজির প্ৰথম দিকের বহু গল্প,উপন্যাসের পটভূমি এই সোনাইপরিয়া হাতিচোং অঞ্চল। ফেলে আসা দিনগুলিতে এই অঞ্চলের অলি-গলি সাইকেল নিয়ে চষে বেড়ানো বরা সেই সোনালি দিনের কথা স্মরণ করে নষ্টালজিক হয়ে পড়েন। নিজের নাতিদীর্ঘ মনোজ্ঞ ভাষণে তিনি আরও বলেন,যাঁরা নিয়মিত বই পড়েন তাঁরা কখনো নিঃসঙ্গতা অনুভব করেন না। বই নিয়মির সঙ্গী হলে নিঃসঙ্গতাজনিত বহু রোগ থেকে মানুষ মুক্ত থাকতে পারেন। অন্যদিকে বৈদ্যুতিক মাধ্যমের জন্য মুদ্ৰণ মাধ্যম মার খাচ্ছে বলে ওঠা অভিযোগ খণ্ডন করে বরা বলেন,মুম্বই,কলকাতায় মুক্তি পাওয়া বইগুলো আজকাল সঙ্গে সঙ্গে ইণ্টারনেট যোগে কেনা সম্ভব।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com