বিপ্লব জায়ার বিরুদ্ধে ভুয়া তথ্য সম্প্ৰচার করে গ্ৰেপ্তার কনস্টেবল

বিপ্লব জায়ার বিরুদ্ধে ভুয়া তথ্য সম্প্ৰচার করে গ্ৰেপ্তার কনস্টেবল
Published on

আগরতলাঃ ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেবের পত্নী নীতি দেবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য প্ৰচার করে গ্ৰেপ্তার হলেন একজন পুলিশ কনস্টেবল। রবিবার ওই কনস্টেবলকে চাকরি থেকেও সাসপেন্ড করা হয়েছে। নীতি দেব তাঁর স্বামী মুখ্যমন্ত্ৰী বিপ্লব দেবের বিরুদ্ধে দিল্লির আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন বলে কনস্টেবল জামাল হুসেন সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য প্ৰচার করেছিলেন। কনস্টেবল জামালকে গ্ৰেপ্তার করা হয় এবং পরে তাকে চাকরি থেকেও সাসপেন্ড করেন কর্তৃপক্ষ। জনৈক পুলিশ আধিকারিক এখবর জানিয়েছেন।

হুসেন বিরোধী সিপিআই(এম)দলের বিধায়ক ইসলাম উদ্দিনের দেহরক্ষী।

ত্ৰিপুরা পুলিশ এই ঘটনায় শুক্ৰবার সোশ্যাল মিডিয়ায় ওই ভুয়া খবর সম্প্ৰসার করার আভিযোগে অনুপম পাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com