বিসিসিআই-এর খসড়া সংবিধান অনুমোদন করল সুপ্ৰিমকোর্ট

বিসিসিআই-এর খসড়া সংবিধান অনুমোদন করল সুপ্ৰিমকোর্ট

নয়াদিল্লিঃ ‘এক দেশ,এক ভোট’ নিজস্ব নির্দেশ থেকে সরে এসে সুপ্ৰিমকোর্ট বৃহস্পতিবার ভারতীয় ক্ৰিকেট কন্ট্ৰোল বোর্ডের(বিসিসিআই)খসড়া সংবিধান অনুমোদনের মাধ্যমে মুম্বই,বরোদা,সৌরাষ্ট্ৰ,বিদর্ভ ও অন্যান্যদের সঙ্গে গুজরাট ও মহারাষ্ট্ৰ ক্ৰিকেট অ্যাসোসিয়েশনের ভোটিং অধিকার বহাল রাখলো।

শীর্ষ আদালত একইসঙ্গে রেলওয়েজ,দ্য ট্ৰাই সার্ভিসেস এবং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনির্ভারসিটিজ ও অন্যান্যদের পূর্ণ স্থায়ী সদস্য পদও মঞ্জুর করেছে। মুখ্য বিচারপতি দীপক মিশ্ৰ-র নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ এই রায় দিয়ে দেশের ক্ৰীড়াক্ষেত্ৰের উত্থান ও উন্নতির ক্ষেত্ৰে এই ক্ৰিকেটিং সংস্থাগুলির ঐতিহাসিক অস্তিত্ব ও অবদানের কথা উল্লেখ করেছে।

‘এই সংস্থাগুলি ভারতে ক্ৰিকেটের উন্নতিকল্পে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে এবং ক্ৰিকেটীয় মেধা তুলে ধরার ক্ষেত্ৰে ইতিহাস রচনা করেছে। সংস্থাগুলির বিশেষ অবদানের সুবাদেই ভারতে ক্ৰিকেটের ইতিহাস গড়ে উঠেছে। সংস্থাগুলো খেলোয়াড় তৈরি করেছে যারা দেশ তথা নিজের রাজ্যের জন্য গৌরব কুড়িয়ে এনেছে’-বলেছে শীর্ষ আদালত।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com