গুয়াহাটিঃ খাদ্য এবং ওষুধ প্ৰশাসন,অসম ব্ৰ্যান্ডেড প্যাকেজড পানীয়জল ‘বেইলি’র উৎপাদন,মজুতকরণ,বিতরণ ও বিক্ৰি নিষিদ্ধ ঘোষণা করেছে। রাজ্যে ইতিমধ্যেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। জনপ্ৰিয় এই প্যাকেজড পানীয় জলের উৎপাদক হলো মেসার্স উদয়ক আ্যাগ্ৰো প্ৰোডাক্টস প্ৰাইভেট লিমিটেড। গুয়াহাটির সাতগাঁও এলাকার কাহিকুচিতে রয়েছে এই প্ৰতিষ্ঠানটি। এই নিষেধাজ্ঞা বহাল থাকছে ৩০ দিন। শুক্ৰবার এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে জনস্বাস্থ্যের প্ৰতি লক্ষ্য রেখে ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্টের বিধি ব্যবস্থার অধীনে এই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়।
সূত্ৰটি দ্য সেন্টিনেলকে বলেছে,স্টেট ফুড অ্যানালিস্ট এবং সেই সঙ্গে কলকাতা স্থিত ডিরেক্টর অফ রেফারেল ফুড ল্যাবরেটরিতে বেইলি প্যাকেজড জলের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর কমিশনারেট অফ ফুড সেফটি এই নিষেধাজ্ঞা চাপায়। বেইলি জলের নমুনা পরীক্ষার পর জলে মাইক্ৰোবাইরেল কনটামিনেন্টসের উপস্থিতি ধরা পড়েছে। তাহাড়া জলে ফ্লোরাইডের পরিমাণও নির্ধারিত সীমার বেশি রয়েছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।