ভারতে ৩৫ শতাংশের বেশি মানুষ শারীরিক কার্যকলাপে সক্ৰিয় ননঃ হু

ভারতে ৩৫ শতাংশের বেশি মানুষ শারীরিক কার্যকলাপে সক্ৰিয় ননঃ হু

জেনেভাঃ ভারতে ৩৫ শতাংশেরও বেশি মানুষ শারীরিকভাবে সক্ৰিয় নন। শারীরিক সক্ৰিয়তার অভাবে এই সব মানুষের মধ্যে হৃদরোগ,ক্যান্সার,ডায়েবেটিজ এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্ৰে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিউএইচও)এক সমীক্ষায় এই তথ্য প্ৰকাশ করা হয়েছে। ল্যানচেট গ্লোবেল হেলথ নামের একটি মুখপত্ৰে প্ৰকাশিত তথ্যে ২০১৬ সালে ভারতে ৫০ শতাংশ মহিলা ও ২৫ শতাংশ পুরুষের কার্য ক্ষমতা পর্যাপ্ত নয় বলে উল্লেখ করা হয়েছে। ওই তথ্যে আরও উল্লেখ করা হয়েছে যে,তিনজন মহিলার মধ্যে একজন এবং চারজন পুরুষের মধ্যে একজন শারীরিক দিক থেকে পর্যাপ্তভাবে সক্ষম না হওয়ায় তাদের সুস্বাস্থ্যের অধিকারী বলা যাবে না। পুরুষদের তুলনায় মহিলারা কম কর্মক্ষম।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com