রাজ্যে তৃতীয় দফার নির্বাচনে লড়াইয়ের ময়দানে ৫৪ প্ৰার্থী,প্ৰচার তুঙ্গে

রাজ্যে তৃতীয় দফার নির্বাচনে লড়াইয়ের ময়দানে ৫৪ প্ৰার্থী,প্ৰচার তুঙ্গে

গুয়াহাটিঃ রাজ্যে আগামি ২৩ এপ্ৰিল অনুষ্ঠেয় তৃতীয় দফা লোকসভা নির্বাচনের জন্য প্ৰচার অভিযান এখন তুঙ্গে উঠেছে। তৃতীয় দফায় চারটি আসনে মোট ৫৪ জন প্ৰার্থী রয়েছেন লড়াইয়ের ময়দানে। যে চার লোকসভা আসনে ২৩ এপ্ৰিল নির্বাচন হচ্ছে সেগুলি হলো গুয়াহাটি,বরপেটা,কোকরাঝাড় ও ধুবড়ি।

মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,নেডার আহ্বায়ক তথা অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,অসম গণ পরিষদ দলের(অগপ)সভাপতি অতুল বরা,সারা ভারত কংগ্ৰেস কমিটির সাধারণ সম্পাদক এবং অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির ইনচার্জ হরিশ রাওয়াত,প্ৰদেশ কংগ্ৰেস প্ৰধান রিপুন বরা,বোড়োল্যান্ড পিপলস ফ্ৰন্টের(বিপিএফ)প্ৰধান হাগ্ৰামা মহিলারি প্ৰমুখ তাদের সংশ্লিষ্ট দলীয় ও জোটের প্ৰার্থীর পক্ষে প্ৰচার অভিযান চালিয়ে যাচ্ছেন।

কোকরাঝাড় কেন্দ্ৰের বিপিএফ প্ৰার্থী প্ৰমীলা রানি ব্ৰহ্মের পক্ষে বুধবার বাসুগাঁও ও বিজনিতে প্ৰচার চালান মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল। মুখ্যমন্ত্ৰী বলেন,উন্নয়ন ও অগ্ৰগতির জন্য শরিক দল বিপিএফ-এর প্ৰমীলা রানি ব্ৰহ্মকে এই কেন্দ্ৰে প্ৰার্থী করা হয়েছে। ‘আমাদের অস্তিত্ব রক্ষায় বিপিএফ প্ৰার্থী প্ৰমীলাকে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের প্ৰতি আহ্বান জানান। সোনোয়াল আরও বলেন,বিজেপি চায় সম্প্ৰীতি। কিন্তু অন্যদিকে কংগ্ৰেস অশান্তি জিইয়ে রাখারই পক্ষপাতী। সরকার অগ্ৰগতির লক্ষ্যে রাতদিন এক করে কাজ করছে-বলেন তিনি। মুখ্যমন্ত্ৰী গুয়াহাটি কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী কুইন ওজার পক্ষেও প্ৰচার চালান। সোনোয়াল বলেন,‘অনেক বছর পর গুয়াহাটি মহানগরী এখন উন্নয়নের পথে এগিয়ে চলছে’।

ওদিকে অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাও কুইন ওজার পক্ষে প্ৰচার চালান বরক্ষেত্ৰিতে। তিনি বলেন,বিজেপি ও শরিক দলগুলি সবক্ষেত্ৰে উন্নয়ন ও অগ্ৰগতিকে অগ্ৰাধিকার দিচ্ছে। অগপ সভাপতি অতুল বরাও বুধবার এক নির্বাচনী সমাবেশে বলেন,কংগ্ৰেস জমানায় উন্নয়নের টাকা নয়ছয় করা হয়েছে। বিভিন্ন সম্প্ৰদায়ের মধ্যে তারা চিড় ধরিয়েছে। কিন্তু জোট দল বিভিন্ন উন্নয়নমূলক স্কিমগুলির কাজ ত্বরান্বিত করতে আগ্ৰহী। আমরা বিভিন্ন সম্প্ৰদায়ের মধ্যে সম্প্ৰীতির বাঁধন অটুট রাখার পক্ষে’।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com