লখনৌয়ে মনোনয়নপত্ৰ দাখিল করলেন রাজনাথ

লখনৌয়ে মনোনয়নপত্ৰ দাখিল করলেন রাজনাথ
Published on

গুয়াহাটিঃ স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং আজ উত্তরপ্ৰদেশের লখনৌ লোকসভা কেন্দ্ৰে তাঁর মনোনয়নপত্ৰ দাখিল করেছেন। তাঁর সঙ্গে ছিলেন দলের অনেক নেতা ও সমর্থক। আজ মনোনয়নপত্ৰ দাখিলের আগে সিং হনুমান সেতু মন্দিরে গিয়ে প্ৰার্থনা জানান। হজরথং চৌরাহায় থাকা বিজেপির রাজ্য সদরদপ্তরে দলীয় কর্মীদের এক সভায় বক্তব্যও রাখেন তিনি।

স্বরাষ্ট্ৰমন্ত্ৰী এদিন এই অঞ্চলে ৬ কিলোমিটার দীর্ঘ রোড শো করে কালেক্টরের কার্যালয় পর্যন্ত যান মনোনয়ন দাখিল করতে। রাজনাথ লখনৌ থেকে এই নিয়ে দ্বিতীয়বার লোকসভা নির্বাচনে লড়ছেন। ২০১৪ সালের নির্বাচনে তিনি এই আসনে বিজয়ী হয়েছিলেন তদানীন্তন কংগ্ৰেসের রীতা বহুগুনা যোশিকে হারিয়ে,যিনি বর্তমানে বিজেপিতে রয়েছেন এবং বর্তমান উত্তরপ্ৰদেশ সরকারের একজন মন্ত্ৰী।

লখনৌয়ে সাধারণ নির্বাচন হচ্ছে আগামি ৬ মে। ভোট গণনা হবে ২৩ মে তারিখে।

অন্যদিকে,লখনৌ কেন্দ্ৰে শত্ৰুঘ্ন সিনহার পত্নী পুনম সিনহা সমাজবাদী পার্টির হয়ে প্ৰতিদ্বন্দ্বিতা করছেন বহুজন সমাজ পার্টির(বিএসপি)সমর্থন নিয়ে।

শত্ৰুঘ্ন সিনহা এর আগে এসপি সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে তাঁর স্ত্ৰীর প্ৰার্থিত্ব নিয়ে আলোচনা করেছেন। সূত্ৰটি বলেছে,কংগ্ৰেস সিনহাকে সমর্থনের হাত বাড়াতে পারে বিজেপির ভোটে ভাগ বসানোর জন্য।

লখনৌয়ে ৪ লক্ষ কায়স্থ ভোটার রয়েছেন। সিন্ধি ভোটার আছেন ১.৩ লক্ষ এবং মুসলিম ভোটার রয়েছেন ৩.৫ লক্ষ। বাস্তব কথা হচ্ছে,পুনম সিন্ধি সম্প্ৰদায়ের এবং শত্ৰুঘ্ন হলেন কায়স্থ। তাই পুনম মোটামুটি সুবিধাজনক অবস্থানেই রয়েছেন।

পুনম আগামি ১৮ এপ্ৰিল তাঁর মনোনয়ন দাখিল করতে পারেন। ৬মে অনুষ্ঠেয় পঞ্চম দফা নির্বাচনের জন্য ১৮ এপ্ৰিলই মনোনয়ন দাখিলের শেষ দিন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com