শাস্ত্ৰীয় সংগীতানুষ্ঠানে মুখর গুয়াহাটি জেলা গ্ৰন্থাগার প্ৰেক্ষাগৃহ

শাস্ত্ৰীয় সংগীতানুষ্ঠানে মুখর গুয়াহাটি জেলা গ্ৰন্থাগার প্ৰেক্ষাগৃহ

বিদূষী কমলা বোসের পবিত্ৰ স্মৃতিতে ব্ৰহ্মপুত্ৰ শাস্ত্ৰীয় সংগীত সমিতির উদ্যোগে শনিবার গুয়াহাটি জেলা গ্ৰন্থাগার প্ৰেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় সপ্তম বার্ষিক শাস্ত্ৰীয় সংগীত সমারোহ।

অসমের জনপ্ৰিয় কণ্ঠশিল্পী অভিশ্ৰুতি বেজবরুয়ার পরিবেশিত সুন্দর ও মনোজ্ঞ শাস্ত্ৰীয় সংগীত এবং যশস্বী বাঁশিবাদক দীপক শর্মার রাগাশ্ৰিত বাঁশির সুর সংগীত সন্ধ্যাকে প্ৰাণবন্ত করে তোলে।

ভাবগম্ভীর এই অনুষ্ঠানে আকাশবাণী গুয়াহাটির উপ-সঞ্চালক দিলীপ কুমার দাস মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমন্ত্ৰিত অতিথি হিসেবে দিল্লির সংগীত শিল্পী পণ্ডিত নরেশ মালহোত্ৰা সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্ৰা এনে দেন। তাঁর সঙ্গে সঙ্গত করেন তবলা বাদক অনুপ ব্যানার্জি।

এদিনের অনুষ্ঠানে নব প্ৰজন্মের বেশকিছু তরুণ-তরুণী শাস্ত্ৰীয় সংগীত পরিবেশন করেন। উল্লেখ্য,এদিন উদ্যোক্তারা দিনের বেলায় শাস্ত্ৰীয় সংগীত ও তবলা বাদন প্ৰতিযোগিতাও আয়োজন করেছিলেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com