সিবিআই মামলা,সুপ্ৰিমকোর্টের নির্দেশকে স্বাগত জানালেন জেটলি

সিবিআই মামলা,সুপ্ৰিমকোর্টের নির্দেশকে স্বাগত জানালেন জেটলি

নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় তদন্ত ব্যুরোর(সিবিআই)শীর্ষ কর্তাদের মধ্যে চলা গৃহযুদ্ধের অবসানে সুপ্ৰিমকোর্টের হস্তক্ষেপকে শুক্ৰবার স্বাগত জানিয়েছে কেন্দ্ৰীয় সরকার। এব্যাপারে কেন্দ্ৰীয় সরকারের তরফে বলা হয়েছে,‘সুপ্ৰিমকোর্টের হস্তক্ষেপে এই মামলার তদন্ত প্ৰক্ৰিয়ায় গতি আসবে এবং নিরপেক্ষভাবে প্ৰকৃত সত্য প্ৰকাশ্যে আনার ক্ষেত্ৰেও সাহায্য করবে’।

সিবিআই মামলার তদন্তের রিপোর্ট দুসপ্তাহের মধ্যে পেশ করতে সুপ্ৰিমকোর্ট কেন্দ্ৰীয় ভিজিল্যান্স কমিশনকে(সিভিসি)যে সময়সীমা বেঁধে দিয়েছে তা একটা ইতিবাচক পদক্ষেপ এবং এটা স্বচ্ছভাবে তদন্ত প্ৰক্ৰিয়া জোরদার করতে সাহায্য করবে। ‘সুপ্ৰিমকোর্টের একজন অবসরপ্ৰাপ্ত বিচারপতির হাতে তদন্ত প্ৰক্ৰিয়া তদারক করার দায়িত্ব অর্পন করায় তদন্ত যে অবাধ ও নিরপেক্ষ হবে সেটা সুনিশ্চিত’। কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী অরুণ জেটলি এখানে একথা বলেন। সিবিআই ডিরেক্টর অলোক বার্মার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে তদন্তের কাজে তদারক করতে সুপ্ৰিমকোর্ট প্ৰাক্তন বিচারপতি এ কে পট্টনায়ককে দায়িত্ব দেওয়ায় ও সিভিসিকে দুসপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়ার পরিপ্ৰেক্ষিতেই জেটলি ওই মন্তব্য করেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com