১৮ এপ্ৰিল দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন ৯৭টি কেন্দ্ৰে

১৮ এপ্ৰিল দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন ৯৭টি কেন্দ্ৰে

গুয়াহাটিঃ দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের জন্য প্ৰচার অভিযানের পালা আজ বিকেল পাঁচটায় শেষ হচ্ছে। দেশের ১৩টি রাজ্যের ৯৭টি কেন্দ্ৰে আগামি ১৮ এপ্ৰিল দ্বিতীয় দফায় ভোট গ্ৰহণ করা হবে। যে ১৩টি রাজ্য ও কেন্দ্ৰশাসিত অঞ্চলে ১৮ এপ্ৰিল নির্বাচন হচ্ছে সেগুলি হচ্ছে অসম(৫টি আসন),বিহার-৫,ছত্তিশগড়-৩,জম্মু ও কাশ্মীর-২,কর্নাটক-১৪,মহারাষ্ট্ৰ-১০,মণিপুর-১,ওড়িশা-৫,পডুচেরি-১,তামিলনাডু-৩৯,ত্ৰিপুরা-১,উত্তর প্ৰদেশ-৮ এবং পশ্চিমবঙ্গ-৩।

অসমে,দ্বিতীয় দফার নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন মোট ৫০ জন প্ৰার্থী। দ্বিতীয় দফায় ভোট হচ্ছে করিমগঞ্জ,শিলচর,স্বশাসিত জেলা ডিফু(সংরক্ষিত),মঙ্গলদৈ এবং নগাঁও। এই পাঁচ কেন্দ্ৰের মোট ভোটার হচ্ছেন ৬৯,১০,৫৯২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৫,৫৪,৪৬০ এবং মহিলা হলেন ৩৩,৫৫,৯৫২ জন। ১৮০ জন হলেন তৃতীয় লিঙ্গের ভোটার।

করিমগঞ্জ লোকসভা আসনে লড়াইয়ের ময়দানে থাকা প্ৰার্থীরা হলেন প্ৰভাস চন্দ্ৰ সরকার(এসইউসিআই)(সি),পরীক্ষিত রায়(নির্দল),নিখিল রঞ্জন দাস(হিন্দুস্তান নির্মাণ দল),অজয় কুমার সরকার(অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক),রাজু দাস(নির্দল),হরিলাল রবিদাস(নির্দল),অনুপম সিংঘ(নির্দল),কৃপানাথ মাল্লা(বিজেপি),রাম নারায়ণ শুক্লবৈদ্য(নির্দল),রবীন্দ্ৰ চন্দ্ৰ দাস(নির্দল),সত্যজিৎ দাস(নির্দল),রাধেশ্যাম বিশ্বাস(এআইইউডিএফ),চন্দন দাস(এআইটিএমসি)এবং স্বরূপ দাস(আইএনসি)।

করিমগঞ্জে ভোটার রয়েছেন ১৩,৩৮,০০৫ জন। এরমধ্যে পুরুষ ৬,৯৬,৬৩৮ এবং মহিলা ভোটার হলেন ৬,৪১,৩৪৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছে ১৮ জন।

শিলচর সংসদীয় আসনে লড়ছেন নাজিয়া ইয়াসমিন(ন্যাশনাল পিপলস পার্টি),বদরুল ইসলাম বড়ভুঁইয়া(অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক),শুভদ্বীপ দত্ত(নির্দল),হিতব্ৰত রায়(এআইটিসি),অশিতভা দত্ত(নির্দল),পুরনলাল গোয়ালা(নির্দল),নজমুল হক লস্কর(নির্দল),আশুতোষ ভট্টাচার্য(নির্দল),মহেন্দ্ৰ চন্দ্ৰদাস(নির্দল),সবিন্দ দাস(নির্দল),রাজদীপ রায়(বিজেপি),সুস্মিতা দেব(আইএনসি)এবং শ্যাম দেও কুর্মী(এসইউসিআই)(সি)।

শিলচর কেন্দ্ৰে সাকুল্যে ভোটার রয়েছেন ১১,৯১,২৮৯ জন। এরমধ্যে ৬,১৩,৯৩১ জন পুরুষ ও মহিলা ভোটার হলেন ৫,৭৭,২৮৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৭৫ জন।

স্বশাসিত জেলা ডিফু(সংরক্ষিত)কেন্দ্ৰে লড়াইয়ে যে পাঁচ প্ৰার্থী রয়েছেন তাঁরা হলেন হলিরাম টেরাং(এএসডিসি),লিয়েন খোচম(এনপিপি),জনস ইংতি কাথার(এপিএইচএলসি),বীরেন সিং ইংতি(আইএনসি)এবং হরেন সিং বে(বিজেপি)। এই কেন্দ্ৰের মোট ভোটার ৭,৯৫,০৮৫ জন। এরমধ্যে ৪,০৪,৫২৮ জন পুরুষ এবং মহিলা ৩,৯০,৫৫১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

মঙ্গলদৈ কেন্দ্ৰে লড়ছেন ১১ জন প্ৰার্থী। এঁরা হলেন জয়ন্ত কুমার কলিতা(নির্দল),মণিরাম বসুমতারি(হিন্দুস্তান নির্মাণ দল),গন্ধেশ্বর মুসাহারি(ভোটার্স পার্টি ইন্টারন্যাশনাল),আইনুল হক(অসম জন মোর্চা),স্বর্ণলতা চলিহা(এসইউসিআই)(সি),কাজি নেকিব আহমেদ(নির্দল),সুধেন্দু মোহন তালুকদার(এআইটিসি),দিলীপ শইকিয়া(বিজেপি),ভুবনেশ্বর কলিতা(আইএনসি),প্ৰদীপ কুমার দৈমারি(ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল)এবং বীরেন বসাক(ভারতীয় গণ পরিষদ)।মঙ্গলদৈয়ের মোট ভোটার ৭,৯৫,৫২৯ জন এরমধ্যে পুরুষ ৯,২০,৯৭৭ জন এবং মহিলা ভোটার ৮,৭৪,৫২০ জন। ৩২ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

নগাঁও কেন্দ্ৰে প্ৰতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। এদের মধ্যে আছেন রূপক শর্মা(বিজেপি),প্ৰদ্যুৎ বরদলৈ(আইএনসি),জাকির হুসেন(নির্দল),আজগর আলি(পূর্বাঞ্চল জনতা পার্টি সেকুলার),সুকান্ত মজুমদার(ভারতীয় গণ পরিষদ),সহদেব দাস(টিএমসি)এবং সাইফুল ইসলাম চৌধুরী(অসম জন মোর্চা)।

নগাঁওয়ে ভোটার আছেন ১৭,৯০,৬৮৪ জন। এরমধ্যে পুরুষ ৯,১৮,৩৮৬ জন এবং মহিলা ৮,৭২,২৪৯। তৃতীয় লিঙ্গের ভোটার হলেন ৪৯ জন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com