আন্দিজ পর্বতের শীর্ষে আরোহন করে মুম্বইয়ের কিশোরীর রেকর্ড

আন্দিজ পর্বতের শীর্ষে আরোহন করে মুম্বইয়ের কিশোরীর রেকর্ড
Published on

মুম্বইঃ মুম্বইয়ের ১২ বছর বয়সী একটি কিশোরী আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনকাগুয়ায় আরোহন করে বিশ্ব রেকর্ড গড়েছে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় আন্দিজ পর্বতমালার শীর্ষ চূড়া অ্যাকনকাগুয়ায় আরোহনকারীদের মধ্যে সর্বকণিষ্ঠ এই কিশোরীর নাম কামা কার্তিকেয়ন। রবিবার এখানে সরকারিভাবে একথ জানানো হয়েছে।

কামা নেভি চিলড্ৰেন স্কুলের অষ্টম শ্ৰেণির ছাত্ৰী। গত ১ ফেব্ৰুয়ারি কামা আন্দিজ পর্বতের ৬৯৬২ মিটার উঁচু সর্বোচ্চ শৃঙ্গে আরোহন করে ভারতের তেরঙা জাতীয় পতাকা উত্তোলন করে। কামা এর আগে ২০১৯-এর ২৪ আগস্ট প্ৰচণ্ড ঠান্ডার মধ্যে লদাখের ৬,২৬০ মিটার উঁচু মাউন্ট মেনটক কাংরি ২ তে আরোহন করেছিল।

বছর খানিক ধরে শারীরিক ও মানসিক প্ৰস্তুতি এবং দুঃসাহসিক ক্ৰীড়ায় নিয়মিত অংশগ্ৰহণই কামাকে এই সফল পর্বতারোহণে সাহায্য করেছে। বিভিন্ন বাধা ও প্ৰতিকূলতাকে এড়িয়ে আন্দিজের শীর্ষ ছূড়ায় আরোহনে কামা সফল হয় বলে জানান একজন কর্মকর্তা। কামার বাবা ভারতীয় নৌবাহিনীর কমান্ডার এস কার্তিকেয়ন। মা লাবণ্য একজন শিক্ষিকা। একেবারে ছোটবেলা থেকেই তার মনে পর্বতারোহনের স্বপ্ন বাসা বেঁধেছিল,বিশেষ করে বাবার হিমালয়ান স্কেলিং এক্সপিডিশনের গল্প শোনার পর। প্ৰাথমিকভাবে তিন বছর বয়সেই পুনের লোনাভালায় বেসিক ট্ৰেকিং শুরু করেছিল সে। ৯ বছর বয়সে বেশকটি শৃঙ্গে আরোহন করেছে কামা। এর একবছর পরে নেপালে ৫৩৪৬ মিটার উঁচু এভারেস্ট বেস ক্যাম্পে আরোহন করে সে। এরপর লদাখের মাউন্ট স্টক কাংরি,(৬১৫৩ মিটার)জয় করে সবচেয়ে খুদে পর্বতারোহী হিসেবে নিজের নাম লিখিয়ে নেয়।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: HSLC/AHM Exams started in Assam on Monday.

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com