Begin typing your search above and press return to search.

ঝাড়খণ্ডে নকশালদের বিস্ফোরণে অসমের ৩ কোবরা জওয়ান সহ আহত ১৫

ঝাড়খণ্ডে নকশালদের বিস্ফোরণে অসমের ৩ কোবরা জওয়ান সহ আহত ১৫

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 May 2019 11:01 AM GMT

বকোঃ ঝাড়খণ্ডের শরাইকেলা খারসাওয়ান জেলায় কুবাই এলাকায় মঙ্গলবার নকশালদের আইইডি বিস্ফোরণে কমপক্ষেও ১৫ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান আহত হন। বিস্ফোরণে অসমের কোবরা বাহিনীর তিন জওয়ান,সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশ আহতদের তালিকায় রয়েছেন। নিরাপত্তা বাহিনীর জওয়ানরা যখন বিশেষ তল্লাশি অভিযান চালাচ্ছিল ওই সময়ই ভোর ৪.৫০ মিনিট নাগাদ সন্দেহভাজন নকশালরা আইইডি বিস্ফোরণ ঘটায়।

আহত ১৫ জনের মধ্যে ১৩ জন কমান্ডো ব্যাটেলিয়ন ফর রিসলিউট অ্যাকশনের(কোবরা)২০৯ ব্যাটেলিয়নের জওয়ান। এটি সিআরপিএফ-এর একটি ইউনিট। বাকি দুজন ঝাড়খণ্ড পুলিশ কর্মী। আহতদের বাঁচিতে উড়িয়ে নেওয়া হয়েছে।

অসমের যে তিন কোবরা জওয়ান বিস্ফোরণে আহত হয়েছেন তারা হলেন কামরূপ জেলা বকোর মিজানুর রহমান,কামরূপ জেলার ডিমুর সুনীল কলিতা এবং নগাঁও জেলার হোজাইয়ের শম্ভু মাল্লা। পারিবারিক সূত্ৰে জানা গিয়েছে,অসমের এই তিন জওয়ান বর্তমানে রাঁচির ভগবান মহাবীর মেডিক্যাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মিজানুরের স্ত্ৰী বিউটি বেগম বর্তমানে ছেলে ও অভিভাবকদের নিয়ে বকোতে রয়েছেন। তিনি বলেন,‘সকাল ৬.২৭ মিনিট নাগাদ আমি এই ঘটনার খবর পাই। ঈশ্বর তাঁদের রক্ষা করেছেন। তাঁরা দ্ৰুত আরোগ্য হোক এই কামনা করি। আমি টেলিফোনে তাঁর সঙ্গে কথা বলেছি। তাঁর শিরদাঁড়া ও বা হাতে আঘাত লেগেছে। ঘটনায় আহত অন্যান্যরাও দ্ৰুত সেরে উঠুক ঈশ্বরের কাছে তার জন্য প্ৰার্থনা করছি’।

Next Story
সংবাদ শিরোনাম