Begin typing your search above and press return to search.
২০ জন বাংলাদেশিকে বাংলাদেশ রাইফেলসের হাতে তুলে দিল বিএসএফ

গুয়াহাটিঃ আজ ২০ জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হলো। করিমগঞ্জ-বাংলাদেশ সীমান্তের সুতারকান্দি দিয়ে অবৈধ বিদেশিদের ফেরত পাঠানো হয়। বিএসএফ এই ২০ জনকে বাংলাদেশ রাইফেলসের হাতে সমঝে দেয়। রাজ্য পুলিশের একজন বরিষ্ঠ আধিকারিক জানান,এই ২০ জনের মধ্যে ৬ জন হিন্দু। শিলচর এবং কোকরাঝাড়ের ডিটেনশন ক্যাম্পে বন্দি ছিল এরা।
বাংলাদেশি ব্যক্তিরা হলো সিলেট জেলার শেখর নমশুদ্ৰ,সুজিত চন্দ্ৰ দাস,ইকবাল হুসেন তালুকদার,মহম্মদ ইসাক আলি,মহ্ম্মদ আজিম উদ্দিন,আমেদউদ্দিন,সমীর আহমেদ,আব্দুল গফুর,চান্দ আলি,আলিম উদ্দিন এবং আব্দুল লতিফ। কিশোরগঞ্জ জেলার রবীন্দ্ৰ দাস,দিগেনচন্দ্ৰ দাস এবং শাহ আলি মিঞা,সৈয়দ আল আমিন,রবিউল সর্দার ও পরিমল জলদাস। কোকরাঝাড় ডিটেনশন ক্যাম্পে থাকা আলো রানি দাস।
Next Story