Begin typing your search above and press return to search.

রাজ্যের ৮ জেলায় ২০০টি অতিরিক্ত বিদেশি ট্ৰাইবুনাল স্থাপিত হচ্ছে

রাজ্যের ৮ জেলায় ২০০টি অতিরিক্ত বিদেশি ট্ৰাইবুনাল স্থাপিত হচ্ছে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Aug 2019 11:35 AM GMT

গুয়াহাটিঃ রাজ্য সরকার অসমের ৮ জেলায় ২০০টি অতিরিক্ত বিদেশি ট্ৰাইবুনাল স্থাপন করছে। ইতিপূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৬টি ট্ৰাইবুনাল স্থাপনের। গৌহাটি হাইকোর্টের বিজ্ঞপ্তি পাওয়ার পর গৃহ ও রাজনৈতিক বিভাগ বিচারপতি নিয়োগের প্ৰক্ৰিয়া শুরু করবে। অতিরিক্ত ট্ৰাইবুনাল কার্যকর হচ্ছে আগমি সেপ্টেবরে। ২০০টি ট্ৰাইবুনালে কাজ শুরু হলে এর সংখ্যা বেড়ে ৩০০ হবে। সূত্ৰটি দ্য সেন্টিনেলকে বলছে, হাইকোর্টে এব্যাপারে আবেদন জানানো প্ৰার্থীদের সাক্ষাত্কার নেবার গর ২২৭ জন সদস্যকে (বিচারপতি) বাছাই করা হয়েছে এফটি-র জন্য। আরও ৫০ জন সদস্যকে ওয়েটিং লিষ্টে রাখা হয়েছে।গৃহও রাজনৈতিক বিভাগ অতিরিক্ত এফটির জন্য বিল্ডিং নির্ণয়ের কাজও দেখছে। অসম পুলিশের রিক্ৰুটমেন্ট বোর্ড নতুন এফটির জন্য প্ৰায় ২০০০ কর্মী বাছাইয়ের প্ৰক্ৰিয়া শুরু করেছে।

‘প্ৰাথমিক পর্যায়ে মেম্বার অর্থাৎ বিচারপতিদের এক বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে প্ৰয়োজন ভিতিতে তাদের সময়সীমা বাড়ানো হতে পারে। সদস্যদের (বিচারপতি) বয়স সীমা সর্বোচ্চ ৬৭ বছর হওয়া চাই’।

অতিরিক্ত এফটি-র জন্য যে ৮ জেলা চিহ্নিত করা হয়েছে তার মধ্যে কামরূপে (এম) সর্বোচ্চ সংখ্যক ৬৭টি অতিরিক্ত এফটি হচ্ছে। বরাগাঁও ও আজারাতেও স্থাপিত হচ্ছে অতিরিক্ত এফটি। এছাড়া নগাঁও ৩৯, যোরহাটে ৩১, তেজপুর ২১, শিলচরে ২০, ধুবরিতে ১০, কোকরাঝাড়ে ৭ এবং বঙাইগাঁওয়ে ৫টি এফটি স্থাপন করা হচ্ছে।

চুরান্ত রাষ্ট্ৰীয় নাগরিকপঞ্জির (এন আর সি) প্ৰকাশের পর যাদের নাম বাদ পড়বে সেই সবনাম এফটিতে পাঠানো হবে। এন আর সি প্ৰকাশের পর এফটি-র ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এফটি সদস্যরা (বিচারপতি) সংশ্লিষ্ট নাম ছুট ব্যক্তিদের শুনানি গ্ৰহণ ও তাদের প্রাসঙ্গিক নথিপত্ৰ অনুপুস্খভাবে খতিয়ে দেখে ওই ব্যক্তি ভারতীয় না বিদেশি তার রায় দেবেন।

বর্তমানে, রাজ্য ১০০টি এফটি বয়েছে বিদেশি সনাক্তকরণে। চুড়ান্ত এন আর সি প্ৰকাশের পর নাম ছুটদের প্ৰচুর মামলা আসবে। ৩খন এফটিকে গোটা পরিস্থিতি সামাল দিতে হবে। রাজ্য সরকার ১০০০টি এফটি স্থাপনের জন্য স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের কাছে প্ৰস্তাব রেখেছিল। ৪০০ অতিরিক্ত এফটি স্থাপনের অনুমোদন জানায় তারা। প্ৰাথমিক পর্যায়ে ২০০ টি এফটি স্থাপন করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে বাকি এফটি স্থাপন করা হবে। ২০১৯-এর ৩১ মার্চ পর্যন্ত ২,০৭,৩১১ টি মামলা এফটি তে বুলছে। ওদালগুড়ি এফটিতে সর্বোচ্চ সংখ্যক ৮১১৯টি মামলা এখনও বুলে আছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ সাহসিকতার জন্য ‘বীর চক্ৰ’ সম্মান উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Man-Elephant Conflict in Majuli, Many residences destroyed

Next Story
সংবাদ শিরোনাম