অতিরিক্ত বিদেশি ট্ৰাইবুনাল,সদস্যরা অনিশ্চয়তায়

অতিরিক্ত বিদেশি ট্ৰাইবুনাল,সদস্যরা অনিশ্চয়তায়

গুয়াহাটিঃ রাজ্যে ২০০টি অতিরিক্ত বিদেশি ট্ৰাইবুনাল(ফরেনার্স ট্ৰাইবুনাল)এখন অনিশ্চয়তার মুখে। একইসঙ্গে অনিশ্চয়তায় রয়েছেন নবনিযুক্ত দুশোজন সদস্য বা বিচারপতি। এফটিতে দুশোজন সদস্য বা বিচারপতিকে নিয়োগ করার দুমাসেরও বেশি সময় ইতিমধ্যেই কেটে গেছে। কিন্তু এফটি সদস্যদের সংশ্লিষ্ট বিদেশি ট্ৰাইবুনালে(এফটি)এখনও পোস্টিং দেওয়া হয়নি। তাই সদস্যরা বর্তমানে কাজ ছাড়াই বসে আসেন।

২০১৯-এর ১১ সেপ্টেম্বর রাজ্যের গৃহ ও রাজনৈতিক বিভাগ ২০০টি এফটিতে ১ বছরের জন্য দুশোজন সদস্য নিয়োগ করেছিল। এব্যাপারে একটি বিজ্ঞপ্তিও ইস্যু করেছিল বিভাগটি। রাজ্যে চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)থেকে নাম ছুটরা এনআরসির রিজেকশন অর্ডার হাতে পাওয়ার ১২০ দিনের মধ্যে যাতে এফটিতে আবেদন জানাতে পারেন সে কথা বিবেচনা করেই এই দুশোটি অতিরিক্ত এফটি গঠন করা হয়। নাম ছুটদের আবেদন গ্ৰহণ ও শুনানির উদ্দেশ্যে এই এফটিগুলোর জন্য দুশোজন সদস্য বা বিচারপতিও নিয়োগ করা হয়েছিল। এনআরসি থেকে নাম ছুটরা যাতে জানতে পারেন যে কেন চূড়ান্ত এনআরসি থেকে তাদের নাম বাদ পড়লো তার কারণ রিজেকশন অর্ডারে উল্লেখ থাকবে।

গৌহাটি হাইকোর্ট বিজ্ঞাপন প্ৰকাশ করে এবং রীতিমতো সাক্ষাৎকার গ্ৰহণের পরই দুশোটি এফটির জন্য দুশোজন সদস্য বা বিচারপতিকে নিয়োগ করে। এই দুশোজন সদস্যকে প্ৰাথমিক পর্যায়ে বর্তমানে থাকা বিদেশি ট্ৰাইবুনালগুলোতে জড়ানো হয় যাতে তারা এফটি-র কাজকর্মের ধরন সম্পর্কে অবগত হতে পারেন। তবে নব নিযুক্ত এফটি সদস্যদের একটা গোষ্ঠী বর্তমানে থাকা এফটিগুলোতে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

গৃহ ও রাজনৈতিক বিভাগ চলতি বছরের ১১ সেপ্টেম্বর তাদের প্ৰকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল যে নব নিযুক্ত এফটি সদস্যদের কোন ট্ৰাইবুনালে পোস্টিং দেওয়া হবে তা এক পৃথক বিজ্ঞপ্তিতে জানাবে। কিন্তু দুমাস কেটে যাওয়ার পরও সদস্যদের পোস্টিং নিয়ে কোনও বিজ্ঞপ্তি ইস্যু করেনি গৃহ ও রাজনৈতিক বিভাগ। সূত্ৰটির মতে,অতিরিক্ত এফটি সদস্যদের পোস্টিং সংক্ৰান্ত ফাইলটি মুখ্যমন্ত্ৰীর কার্যালয়ে(সিএমও)পড়ে আছে। বর্তমানে বিদেশি চিহ্নিতকরণে রাজ্যে ১০০টি এফটি রয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Man Fakes his own Suicide, Got arrested in Raha

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com