রাজ্যের ৬ জেলায় অতিরিক্ত ২০০টি বিদেশি ট্ৰাইবুনাল বসছে

রাজ্যের ৬ জেলায় অতিরিক্ত ২০০টি বিদেশি ট্ৰাইবুনাল বসছে

গুয়াহাটিঃ রাজ্য সরকার অতিরিক্ত ২০০টি বিদেশি ট্ৰাইবুনাল(এফটি),স্থাপন করছে। রাজ্যের ছটি জেলা সদর গুয়াহাটি,যোরহাট,শিলচর,নগাঁও,বঙাইগাঁও ও তেজপুরে এই অতিরক্ত বিদেশি ট্ৰাইবুনালগুলি স্থাপন করা হবে। চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশের পরবর্তী পরিস্থিতির মোকাবিলায় স্থাপন করা হচ্ছে এই এফটি গুলো। আগামি ৩১ জুলাই চূড়ান্ত এনআরসি প্ৰকাশের প্ৰায় একমাসের মধ্যেই এই দুশো বিদেশি ট্ৰাইবুনাল কর্মক্ষম হবে। অনুমোদিত অতিরিক্ত ৪০০টি বিদেশি ট্ৰাইবুনালের মধ্যে প্ৰাথমিক পর্যায়ে ২০০টি স্থাপন করা হচ্ছে এবং এগুলো এবছর সেপ্টেম্বরের মধ্যেই কর্মক্ষম হয়ে যাবে।

গৃহ এবং রাজনৈতিক বিভাগ প্ৰস্তাবিত ট্ৰাইবুনালগুলি স্থাপনে উপযুক্ত ব্যবস্থা গ্ৰহণের জন্য উল্লিখিত জেলার জেলাশাসকদের চিঠি দিয়েছে। আপাতত এই ছয় জেলায় অতিরিক্ত ট্ৰাইবুনালগুলি স্থাপন করা হচ্ছে। এই অল্প সময়ের মধ্যে রাজ্যের অন্যান্য জেলায় বিদেশি ট্ৰাইবুনাল স্থাপন করা সম্ভব হচ্ছে না।

প্ৰাথমিক পর্যায়ে এই দুশোটি বিদেশি ট্ৰাইবুনাল কার্যক্ষম হচ্ছে আগামি সেপ্টেম্বর থেকে। এফটি-র সদস্য নিয়োগের জন্য গৌহাটি হাইকোর্ট ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে। প্ৰতিটি বিদেশি ট্ৰাইবুনালে একজন সদস্য এবং কমপক্ষেও ১০ জন করে কর্মী থাকবেন। ইলেক্ট্ৰনিক ফরেনার্স ট্ৰাইবুনাল প্ৰজেক্টের চিফ এগজিকিউটিভ অফিসার আনন্দ প্ৰকাশ তিওয়ারি দ্য সেন্টিনেলকে বলেন,অসমে বিদেশি ট্ৰাইবুনালে সদস্য নিয়োগের জন্য ২২১ জন প্ৰার্থীর প্যানেল প্ৰস্তুত করতে একটি বিজ্ঞাপন ইতিমধ্যেই প্ৰকাশ করা হয়েছে। এদিকে,অসম পুলিশের নিয়োগ বোর্ড অতিরিক্ত ফরেনার্স ট্ৰাইবুনালের ২০০০টি বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন ছেপেছে।

রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশের পরবর্তী পরিস্থিতিতে ফরেনার্স ট্ৰাইবুনালের সদস্যদের ভূমিকা হবে অত্যন্ত গুতুত্বপূর্ণ। চূড়ান্ত এনআরসিতে যে সব ব্যক্তিদের নাম থাকবে না তাদের নামই বিদেশি ট্ৰাইবুনালে পাঠানো হবে। বিদেশি ট্ৰাইবুনালের সদস্যরা সংশ্লিষ্ট ব্যক্তির শুনানি গ্ৰহণ এবং তাদের প্ৰাসঙ্গিক নথিপত্ৰ অনুপুঙ্খভাবে পরীক্ষা করার পর সেই ব্যক্তি ভারতীয় না বিদেশি সে ব্যাপারে মতামত প্ৰকাশ করবে।

এই সব বিদেশি ট্ৰাইবুনালের সদস্যদের সাক্ষাৎকার প্ৰক্ৰিয়া আগামি ১৫ জুলাই থেকে শুরু হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ২০ আগস্টের মধ্যে। সদস্য বাছাইয়ের গোটা প্ৰক্ৰিয়া একবার শেষ হয়ে যাওয়ার পর নব নির্বাচিত সদস্যরা ২০১৯-এর ১ সেপ্টেম্বর থেকে কাজে যোগ দেবেন। সদস্যরা কাজে যোগ দেওয়ার আগে নব নির্বাচিত সদস্যদের জন্য দুদিনের একটা ওরিয়েন্টেশন প্ৰোগ্ৰাম আয়োজনেরও প্ৰস্তাব করা হয়েছে। প্ৰাথমিক পর্যায়ে সদস্যদের নিয়োগ একবছরের জন্য কার্যকরী হবে এবং পরে প্ৰয়োজন বুঝে সময়ে সময়ে তা বাড়ানো হতে পারে। সদস্যদের সর্বোচ্চ বয়স সীমা ধার্য হয়েছে ৬৭ বছর। গৌহাটি হাইকোর্টের বিজ্ঞাপন অনু্যায়ী সদস্যদের যোগ্যতার মাপকাঠি হচ্ছে সর্বপ্ৰথম তাঁকে ভারতীয় নাগরিক হতে হবে। সদস্যদের শিক্ষাগত যোগ্যতা বিচার বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকা ছাড়াও অবস্ৰপ্ৰাপ্ত বিচার বিভাগীয় অফিসার,আইনজীবী হিসেবে ৭ বছর কাজ করার অভিজ্ঞতা অথবা অবসরপ্ৰাপ্ত সিভিল সার্ভিস অফিসার হতে হবে। বয়স ৩৫ বছর বা তার উর্ধ্বে হওয়া চাই।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com