অসমে মোট ভোটারের সংখ্যা ২,২৩,৬৩,৫০২ জন

অসমে মোট ভোটারের সংখ্যা ২,২৩,৬৩,৫০২ জন

গুয়াহাটিঃ অসমে ২০২০ সালের চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশিত হয়েছে শুক্ৰবার। এতে দেখা গেছে,রাজ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটার হচ্ছে যুবক,যাদের বয়স ১৮ থেকে ২৯-এর মধ্যে। বিধানসভা কেন্দ্ৰ ওয়াড়ি ভোটার তালিকায় এটা দেখা গেছে যে দিশপুর বিধানসভা কেন্দ্ৰে সর্বোচ্চ সংখ্যক ভোটার হচ্ছেন ৩,৮৬,১৫৮ জন। শিবসাগর জেলার থাওরা বিধানসভা কেন্দ্ৰে সবচেয়ে কম ১,১২,৯৪২ ভোটার রয়েছেন। সচিত্ৰ ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত ভোটার তালিকায় বৃদ্ধির হার ১.৮৮ শতাংশ নথিভুক্ত হয়েছে।

রাজ্য নির্বাচন বিভাগের মতে,অসমে এখন মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২,২৩,৬৩,৫০২-এ। এরমধ্যে ১,১৩,৯৪,৪০৫ জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটার হলেন ১,০৯,৬৯,০৯৭ জন। ২০১৯ সালের ২৩ ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্ৰকাশিত হয়েছিল তাতে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ২,১৯,৫০,০৯৭ জন। এরসঙ্গে তুলনা করলে সদ্য প্ৰকাশিত চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকায় এই বৃদ্ধির পরিমাণ ৪,১৩,৪০৫ জন। সর্বোচ্চ সংখ্যক ৬৬,০১,৪৭৫ জন ভোটার ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। ১৮-১৯ বছরের মধ্যে রয়েছেন ৫,১০,০৬৪ জন। ২০ থেকে ২৯ বছর বয়সের মধ্যে ৬০,৯১,৪১১ জন ভোটার রয়েছেন। রাজ্যে ৮০ বছর এবং তার ঊর্ধ্বে থাকা ভোটার সংখ্যা হলো ২,৬৪,২৯৮ জন।

বিভাগটির মতে,রাতাবাড়ি বিধানসভা কেন্দ্ৰে ১,৬৯,০৫৫,শিলচর কেন্দ্ৰে ২,২২,৫৪২,হাফলং বিধানসভা কেন্দ্ৰে ১,৪০,২৭৬,ডিফু কেন্দ্ৰে ১,৯২,৫৮৯,মানকাচর কেন্দ্ৰে ২,১৬,৬৩৯,ধুবড়িতে ১,৯০,৮১৯,কোকরাঝাড় পশ্চিম কেন্দ্ৰে ১,৮০,৬১০,কোকরাঝাড় পুব বিধানসভা কেন্দ্ৰে ১,৮৫,১৫৫,বঙাইগাঁও কেন্দ্ৰে ১,৬৯,৯৫৭,গোয়ালপাড়া পুব কেন্দ্ৰে ২,১২,৯০৬,বরপেটা কেন্দ্ৰে ১,৯৬,১৬২,জালুকবাড়ি কেন্দ্ৰে ১,৯৫,১৫৬,গুয়াহাটি পূর্ব কেন্দ্ৰে ২,২৮,২১৪,গুয়াহাটি পশ্চিম কেন্দ্ৰে ২,৭৮,৬৫৯ জন,নলবাড়ি ২,০০৬৯৭ জন,মঙ্গলদৈ ২,২৯,৩৬১,ওদালগুড়ি ১,৫৩,০০৩,তেজপুর ১,৮০,৬৮৬,বিশ্বনাথ ১,৫৬,৭২৪,নগাঁও ১,৭৮,১২২,যোরহাট ১,৭৭,৩৩১,মাজুলি ১,২৮,০৩১,শিবসাগর ১,৪৯,৭৪৮,লখিমপুর ১,৭৮,৮৪৬,জোনাই ৩,০২,৪৭১,ডিব্ৰুগড় ১,৪১,৬৩৭,তিনসুকিয়া ১,৬৮,৮৯৮ এবং সদিয়ায় ১,৮৩,৩৬৬ জন ভোটার রয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Gossaigaon Organizing Committee welcomed BTR Signatories in Kokrajhar

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com