গুয়াহাটিতে সুপারি বোঝাই ২৭টি ট্ৰাক আটক

গুয়াহাটিতে সুপারি বোঝাই ২৭টি ট্ৰাক আটক

গুয়াহাটিঃ বিভিন্ন ভুয়া কনসাইনমেন্ট দেশের নানা স্থানে পাঠানো সহ বিভিন্ন বার্মিজ সামগ্ৰী চোরাচালানে গুয়াহাটি এখন ট্ৰ্যানজিট রুটে পরিণত হয়েছে। কার্বি আংলং জেলার অসম নাগাল্যান্ড সীমান্ত থেকে সম্প্ৰতি তিন ট্ৰাক বার্মিজ চোরাই সামগ্ৰী বাজেয়াপ্ত করা হয়েছিল। এই ট্ৰাকগুলোতে ব্ৰ্যান্ডেড সিগারেট,মশার ওষুধ,প্ৰসাধন সামগ্ৰী ঠাসা ছিল। এই ঘটনায় রেশ না কাটতেই-গুয়াহাটি পুলিশ বুধবার রাতে জালুকবাড়ি ও জোড়াবাট থেকে সুপারি বোঝাই ২৭টি ট্ৰাক আটক করে। গুয়াহাটি যে বার্মিজ সামগ্ৰী পাচারের সুবিধাজনক পথ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা তাই প্ৰতিপন্ন করছে। বিশ্বস্ত সূত্ৰে খবর পেয়ে পুলিশ ওত পেতে রাখে এবং বুধবার রাতে জালুকবাড়ি থেকে ২৬ ও জোড়াবাট থেকে ১টি সুপারি বোঝাই ট্ৰাক আটক করতে সফল হয়।

সূত্ৰটি জানিয়েছে,এই ট্ৰাকগুলোর অধিকাংশই মিজোরাম থেকে এসেছিল এবং যাচ্ছিলো পশ্চিমবঙ্গের পথে। সিটি পুলিশ কমিশনার দীপক কুমার জানান,এই ট্ৰাকগুলোর নথিপত্ৰ পরীক্ষা করে দেখা হচ্ছে। ‘আমরা সেলস ট্যাক্স এবং জেলা পরিবহণ কার্যালয়ের(ডিটিও)কর্মকর্তাদের সাহা্য্যে এই প্ৰক্ৰিয়া চালাচ্ছি। সেলস ট্যাক্স বিভাগ চালান এবং জিএসটি সংক্ৰান্ত প্ৰাসঙ্গিক বিষয়গুলো খতিয়ে দেখছে। ডিটিও ট্ৰাকগুলোর লোডিং অংশ পরীক্ষা করছে। যদি কোনও ফাঁকফোকড় থাকে তাহলে আইন অনু্যায়ী পদক্ষেপ করা হবে’। এখানে উল্লেখ করা যেতে পারে যে শুধু বার্মিজ সুপারিই নয় প্ৰায়ই বেআইনি সামগ্ৰী পরিবহণের রিপোর্ট পাওয়া যাচ্ছে। সূত্ৰটি আরও জানিয়েছে এধরনের সামগ্ৰী নিয়ে কিছু ট্ৰাক মিজোরাম-শিলচর ও গুয়াহাটি রুট ব্যবহার করে সেগুলো দেশের অন্যান্য স্থানে ডেলিভারি দিচ্ছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Religious procession by Sikh community people arrives in Biswanath Chariali

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com