দুর্নীতিগ্ৰস্ত ৩১২ সরকারি আধিকারিককে অপসারণ করেছে সরকারঃ জিতেন্দ্ৰ

দুর্নীতিগ্ৰস্ত ৩১২ সরকারি আধিকারিককে অপসারণ করেছে সরকারঃ জিতেন্দ্ৰ

নয়াদিল্লিঃ সরকারি কার্যালয়ে কর্মরত দুর্নীতিগ্ৰস্ত আধিকারিকদের বিরুদ্ধে সরকার এখন খড়গ হস্ত। কেন্দ্ৰীয় সরকার দুর্নীতিগ্ৰস্ত আধিকারিকদের অপসারণে উঠে পড়ে লেগেছে। বুধবার সংসদে এক বিবৃতিতে একথা জানান কেন্দ্ৰীয় মন্ত্ৰী জিতেন্দ্ৰ সিং। এপর্যন্ত দুর্নীতির দায়ে ৩১২ জন সরকারি আধিকারিককে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। মন্ত্ৰী আরও বলেন,গ্ৰুপ ‘এ’ এবং গ্ৰুপ ‘বি’ পর্যায়ের প্ৰায় ১.২ লক্ষ সরকারি আধিকারিকের কাজকর্ম পর্যালোচনা করার পরই উল্লিখিত আধিকারিকদের অপসারণ করার এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএমকে-র প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী এ রাজার উত্থাপিত এক প্ৰশ্নের জবাব দিতে গিয়ে পিএমও,পার্সোনেল এবং গণ অভিযোগ ও পেনশন দপ্তরের প্ৰতিমন্ত্ৰী জিতেন্দ্ৰ সিং সরকারি আধিকারিককের অপসারণ সম্পর্কে ওই বিবৃতিটি দেন। কতজন সরকারি আধিকারিককে বলপূর্বক অবসর নিতে অথবা কিসের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে রাজা সরকারের কাছে জানতে চেয়েছিলেন। যে সব সরকারি আধিকারিক দুর্নীতিগ্ৰস্ত এবং কর্ম ক্ষেত্ৰে যাদের বিরুদ্ধে নিষ্ক্ৰিয়তার উপযুক্ত প্ৰমাণ পাওয়া গেছে সেই সব আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণের জন্য পদক্ষেপ নেওয়ার সম্পূর্ণ অধিকার সরকারের হাতে রয়েছে। কোনও আধিকারিকের যদি কাজে নিষ্ক্ৰিয়তা ও সংহতির অভাব পরিলক্ষিত হয় তাহলে জন স্বার্থে সময়ের আগেই সংশ্লিষ্ট আধিকারিককে অবসরে যেতে বাধ্য করানোর পূর্ণ অধিকার রয়েছে সরকারের। সিং আরও বলেন,গ্ৰুপ ‘এ’-র মোট ৩৬,৭৫৬ জন এবং গ্ৰুপ ‘বি’-র ৮২,৬৫৪ আধিকারিকের বিরুদ্ধে ২০১৪-এর জুলাই থেকে ২০১৯ মে পর্যন্ত সময় কাজে রেকর্ড পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে গ্ৰুপ ‘এ’-র ১২৫ এবং গ্ৰুপ ‘বি’-র ১৮৭ জন অফিসারের বিরুদ্ধে প্ৰাসঙ্গিক ব্যবস্থা অনু্যায়ী উল্লিখিত ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে বলে মন্ত্ৰী জানান।

নরেন্দ্ৰ মোদি সরকার দ্বিতীয় দফায় ক্ষমতার রাশ কাঁধে তুলে নেওয়ার পর নিষ্ক্ৰিয় ও দুর্নীতিপরায়ণ আধিকারিকদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ গ্ৰহণের কাজ শুরু করা হয়েছে। দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর মোদি যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছেন। তাই নিষ্ক্ৰিয়,দুর্নীতিগ্ৰস্ত এবং বিশেষ করে যৌন কেলেংকারিতে অভি্যুক্ত আধিকারিকদের চাকরি থেকে অপসারণ একেবারেই নিশ্চিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com