জনতা ভবনে ৩৫০টি নতুন সিসিটিভি ক্যামেরা বসছে

জনতা ভবনে ৩৫০টি নতুন সিসিটিভি ক্যামেরা বসছে

গুয়াহাটিঃ নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করে তুলতে এবং যে কোনও ধরনের অপ্ৰীতিকর ঘটনা এড়াতে জনতা ভবন এবং অসম সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। গৃহ ও রাজনৈতিক বিভাগ এবং সাধারণ প্ৰশাসন বিভাগ(জিএডি)সম্প্ৰতি এই সিদ্ধান্ত নিয়েছে। ২০০৭ সালে রাজ্য সচিবালয়ে(বর্তমান জনতা ভবন)কিছু সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সেগুলি অকেজো হয়ে পড়ায় গৃহ ও রাজনৈতিক বিভাগ এবং সাধারণ প্ৰশাসন বিভাগ নতুন করে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়। ২০০৭ সালে রাজ্য সরকার ৩৩তম ন্যাশনাল গেমস আয়োজনের সময় বর্তমানে থাকা ক্যামেরাগুলো বসিয়েছিল।

গৃহ ও রাজনৈতিক বিভাগ এবং জিএডি সম্প্ৰতি এই বিষয়টি নিয়ে পর্যালোচনা এবং জনতা ভবনে বর্তমানে থাকা সিসিটিভি ক্যামেরাগুলোর অবস্থা খতিয়ে দেখে। ক্যামেরাগুলো পরীক্ষা করার সময় তারা দেখতে পান সেগুলির অধিকাংশই অকেজো অবস্থায় রয়েছে।তাই উভয় বিভাগ জনতা ভবন এবং অসম সচিবালয় চত্বরে নতুন করে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়।

এই প্ৰকল্পের জন্য আমট্ৰনই হচ্ছে নোডাল এজেন্সি। নামী-দামি কোনও কোম্পানিকে দিয়ে ৩৫০ প্লাস সিসিটিভি ক্যামেরা বসানোর ঠিকা পাওয়ার জন্য আমট্ৰন ইতিমধ্যেই টেন্ডার দাখিল করেছে। এই প্ৰকল্পে অন্তর্ভুক্ত রয়েছে একটি হাইটেক মনিটারিং রুম স্থাপন,যা স্থাপনে আনুমানিক খরচের পরিমাণ হলো ২.৫ কোটি টাকা। পিডব্লিউডি-র ইলেকট্ৰিক্যাল ডিভিশন এব্যাপারে বিস্তারিত প্ৰোজেক্ট রিপোর্ট(ডিপিআর)প্ৰস্তুত করেছে।

সাধারণ প্ৰশাসন বিভাগের(জিএডি)কমিশনার এবং সচিব ড.এম অঙ্গামুথু দ্য সেন্টিনেলকে বলেছেন,জনতা ভবন ও সচিবালয় চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানো তাঁর বিভাগের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন,আগামি নভেম্বর থেকে এই প্ৰকল্পের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: All Moran Students’ Union Press conference at Tinsukia Press Club

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com