অস্ত্ৰ সমর্পণ করলো এনডিএফবি-র চারটি গোষ্ঠীর ১৬১৫ জন ক্যাডার

অস্ত্ৰ সমর্পণ করলো এনডিএফবি-র চারটি গোষ্ঠীর ১৬১৫ জন ক্যাডার

গুয়াহাটিঃ এনডিএফবি(ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অব বোড়োল্যান্ড)-এর সর্বমোট ১,৬১৫ জন ক্যাডার অস্ত্ৰ সমর্পণ করেছেন। বৃহস্পতিবার সকালে এখানে জিএমসিএইচ প্ৰেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এনডিএফবির চারটি গোষ্ঠীর ক্যাডাররা মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের হাতে অস্ত্ৰ সমর্পণ করেন। এদিন এনডিএফবি ক্যাডাররা ১৭৮টি আগ্নেয়াস্ত্ৰ,৪৮০৩ রাউন্ড গুলি,১৪টি গ্ৰেনেড এবং একটি দু ইঞ্চির মর্টার জমা দিয়েছন। যে সমস্ত ক্যাডাররা অস্ত্ৰকে বিদায় জানিয়েছেন তাদের মধ্যে রঞ্জন দৈমারি গোষ্ঠীর ৫৭৯ জন,এনডিএফবি প্ৰগতিশীল এবং ধীরেন বোড়ো গোষ্ঠীর ৮৩৬ জন এবং এনডিএফবি সাওরাইগ্ৰা গোষ্ঠীর ২০০ জন সমর্পণ করেন হাতিয়ার। অস্ত্ৰ সমর্পণ অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের যুগ্ম সচিব,সেনা ও অসম পুলিশের পদস্থ অফিসার ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনডিএফবি ক্যাডারদের জন্য প্ৰস্তাবিত পুনর্বাসন নীতির কথা ঘোষণা করে রাজ্যের অর্থ,স্বাস্থ্য,পূর্ত ও শিক্ষা দপ্তরের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেন,‘আত্মসমর্পণকারী সব ক্যাডারদের পুনঃসংস্থাপনে একটা সুসংহত নীতি প্ৰস্তুত করতে সরকার এনডিএফবির সবকটি গোষ্ঠীর নেতাদের সঙ্গে আলোচনা করবে,যাতে ভবিষ্যতে জনজীবনের সঙ্গে মূলস্ৰোতে মিশে গিয়ে তারা মর্যাদার সঙ্গে জীবন কাটাতে পারেন’।

মন্ত্ৰী শর্মা বলেন,পৃথক বোড়োল্যান্ডের জন্য দীর্ঘ দশক ধরে যারা আন্দোলন করছিল সম্প্ৰতি সেই সমস্ত দাবিদারদের সঙ্গে তৃতীয় বোড়ো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অসমে স্থায়ী শান্তি ফিরিয়ে আনবে। মন্ত্ৰী এদিন আলফা স্বাধীনের পরেশ বরুয়া গোষ্ঠীকে সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসতে এগিয়ে আসার অনুরোধ জানান। বোড়ো শান্তি চুক্তি দ্ৰুত রূপায়ণের প্ৰতিশ্ৰুতি দিয়ে শর্মা বলেন,রাজ্য সরকার বিধানসভার আগামি অধিবেশনে বোড়ো-কছাড়ি স্বশাসিত পরিষদ বিল আনবে। বোড়ো টেরিটরিয়েল রিজিওনের বাইরে যে সমস্ত বোড়োরা বসবাস করছেন তাঁদের জন্য আনা হবে এই বিল। তিনি বলেন,সমস্ত বোড়ো গ্ৰামগুলি বিটিআর-এ অন্তর্ভুক্ত হবে এবং অবোড়ো গ্ৰামগুলো বাদ দেওয়া হবে বিটিআর-থেকে।

এনডিএফবি ক্যাডারদের অস্ত্ৰ সমর্পণ পর্বকে ঐতিহাসিক বলে আখ্যা দেন তিনি। কারণ এই দিনটি ছিল জীবনভর শান্তির বার্তা বিলিয়ে যাওয়া জাতির পিতা মহাত্মা গান্ধীর ৭২তম মৃত্যুবার্ষিকী।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বলেন,এই দিনটি বোড়ো এলাকায় শান্তি ও উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তিনি বলেন,আত্মসমর্পণকারী ক্যাডাররা যাতে মর্যাদার সঙ্গে অর্থ রোজগার করে জীবন নির্বাহ করতে পারেন এবং তাদের সুসংহত পুনর্বাসনে সরকার একটা নীতি প্ৰস্তুত করবে,যাতে দেশ গঠনে তারা সদর্থক ভূমিকা পালন করতে পারেন।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যাঁরা উপস্থিত ছিলেন তারা হলেন সমাজকল্যাণ মন্ত্ৰী প্ৰমীলা রানি ব্ৰহ্ম,জলসম্পদ মন্ত্ৰী কেশব মহন্ত,সংস্কৃতি দপ্তরের মন্ত্ৰী নবকুমার দোলে,বেশকজন বিধায়ক,মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ,ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত জিওসি ৪ কোরের লেফটেনান্ট জেনারেল শান্তনু দয়াল,অতিরিক্ত মুখ্যসচিব জিষ্ণু বরুয়া প্ৰমুখ।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: KMSS leader Manash Konwar sent to 10 day Judicial Custody by Special NIA Court in Guwahati

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com