অসমে ৫১ জন কাউণ্টিং অবজারভার মোতায়েন করছে ইসি

অসমে ৫১ জন কাউণ্টিং অবজারভার মোতায়েন করছে ইসি

গুয়াহাটিঃ লোকসভা নির্বাচনের ভোট গণনার প্ৰতীক্ষায় এখন সারা দেশ। আগামি ২৩ মে গোটা দেশের সঙ্গে অসমেও শুরু হচ্ছে ভোট গণনা। রাজ্যে গণনার কাজ তদারক করতে নির্বাচন কমিশন(ইসি)৫১ জন কাউন্টিং অবজারভারকে রাজ্যে মোতায়েন করছে। ২৩ মে ভোট গণনার গুরুত্বপূর্ণ পর্যায় চলার সময় প্ৰতিটি গণনা কেন্দ্ৰে একজন করে মাইক্ৰো অবজারভার মোতায়েন করা হচ্ছে। তারা গণনা পর্বের তদারকি করবেন। কোথাও কোনও অসঙ্গতি নজরে এলে মাইক্ৰো অবজারভাররা রিপোর্ট করবেন কাউন্টিং অবজারভারদের কাছে। প্ৰতিটি বিধানসভা কেন্দ্ৰের ১৪টি কাউন্টিং টেবিলে চলবে গণনার কাজ। ব্যাংক অথবা অন্যান্য কেন্দ্ৰীয় আর্থিক প্ৰতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকা ব্যক্তিদের মাইক্ৰো অবজারভার হিসেবে মনোনীত করেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সূত্ৰে জানা গেছে,ভোট গণনার জন্য সারা রাজ্যে ৫১টি গণনা কেন্দ্ৰ স্থাপন করা হয়েছে। গণনার জন্য এক একটি বিধানসভা কেন্দ্ৰ ভিত্তিক ১৪টি করে টেবিল থাকবে গণনার জন্য। প্ৰতিটি টেবিলে থাকছেন একজন কাউন্টিং সুপারভাইজর,দুজন কাউন্টিং অ্যাসিস্টান্ট ও একজন চতুর্থ শ্ৰেণির কর্মী। থাকবেন বিভিন্ন দলের পোল এজেন্টরা।

রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার এমসি সাহু দ্য সেন্টিনেলকে বলেন,‘কেন্দ্ৰীয় কাউন্টিং অবজারভাররা রাজ্যে আসতে শুরু করে দিয়েছেন। ভোট গণনার জন্য আমরা পুরোদস্তর তৈরি হয়ে আছি’। গণনার দিন প্ৰথমে পোস্টাল ব্যালটগুলো গণনা করা হবে এবং এর পরই হাত দেওয়া হবে ইভিএম-এ। ২৩ মে সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। তবে এবার ভোটগণনায় কিছু বাড়তি সময়ের প্ৰয়োজন হবে। এরকারণ স্বরূপ বলা হয়েছে প্ৰতিটি বিধানসভা কেন্দ্ৰে ইভিএম-এর পাশাপাশি পাঁচটি করে ভিভিপিএটি স্লিপও গণনা করবেন গণনাকারীরা। ইভিএম-এর সঙ্গে ভিভিপিএটি স্লিপের সামঞ্জস্য বয়েছে কিনা মিলিয়ে দেখা হবে সেটাও। এরফলে বৃহস্পতিবার রাত পর্যন্ত ফল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। গণনা কেন্দ্ৰগুলিতে থাকছে ত্ৰিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা প্ৰক্ৰিয়াকে লাইভ ভিডিওতে ধরে রাখা হবে। থাকছে সিসিটিভি-র ব্যবস্থা। কোনও অবাঞ্ছিত ব্যক্তিকে গণনা কেন্দ্ৰের আশেপাশে ঘেঁষতে দেওয়া হবে না। পুলিশ আধা সেনা ঘিরে রাখবে গণনা কেন্দ্ৰগুলি। ভিভিপিএটি স্লিপ টেলি করার পর সেগুলি ফের সংশ্লিষ্ট মেশিনে সিল করে তা ইভিএম-এর সঙ্গে স্ট্ৰংরুমে রেখে তালা সেঁটে দেওয়া হবে। ইভিএম এবং ভিভিপিএটি বর্তমানে রাজ্যের ৫১টি স্ট্ৰংরুমে অবেদ্ধ রাখা আছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com