হাই মাদ্ৰাসায় পাসের হার ৫৮.১৮ শতাংশ,শীর্ষ স্থানে সেলিম আহমেদ

হাই মাদ্ৰাসায় পাসের হার ৫৮.১৮ শতাংশ,শীর্ষ স্থানে সেলিম আহমেদ
Published on

গুয়াহাটিঃ রাজ্যে অসম হাই মাদ্ৰাসা(এএইচএম)চূড়ান্ত পরীক্ষায় ৯,১২৭ জন ছাত্ৰছাত্ৰীর মধ্যে ৫,৩১০ জন উত্তীর্ণ হয়ছে। পাসের হার ৫৮.১৮ শতাংশ। বুধবার মাধ্যমিকের সঙ্গে হাই মাদ্ৰাসা পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়। অসম হাই মাদ্ৰাসা চূড়ান্ত পরীক্ষায় পশ্চিম গোয়ালপাড়ার রাখালডুবি হাই মাদ্ৰাসার ছাত্ৰ সেলিম আহমেদ শীর্ষ স্থান দখল করেছে।

আসান আলি ও সাহেরা খাতুনের পুত্ৰ সেলিম। সেলিমের বাবা মারকুলা হাইস্কুলের সহকারী শিক্ষক। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে সেলিমের। দিনে নয় ঘণ্টা পড়াশোনা করেছে সেলিম। সব বিষয়ে লেটার সহ সেলিম পেয়েছে মোট ৫৬১ নম্বর অর্থাৎ ৯৩.৫ শতাংশ। হাই মাদ্ৰাসায় দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে আব্দুল আজিজ ও ইলিয়াস আলি। দরং জেলার পিপিরাকুচি আঞ্চলিক মাদ্ৰাসার আব্দুল আজিজ ৫৫৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে। ৫৪৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানের অধিকারী হয়েছে গোয়ালপাড়া জেলার আমবাড়ি আকরটিমারি হাই মাদ্ৰাসার ইলিয়াস আলি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com