এবারের লোকসভা নির্বাচনে ৬১০টি রাজনৈতিক দল একটি আসনেও জয়ী হতে পারেনি

এবারের লোকসভা নির্বাচনে ৬১০টি রাজনৈতিক  দল একটি আসনেও জয়ী হতে পারেনি

নয়াদিল্লিঃ দেশজুড়ে প্ৰধানত ৬১০টি আঞ্চলিক ও ছোট রাজনৈতিক দল এবারের লোকসভা নির্বাচনে একটি আসনেও জয়ী হতে পারেনি। এরমধ্যএ ৫৩০টি রাজনৈতিক দলের ভোট প্ৰাপ্তির হার শূন্য শতাংশ। মোট ১৩টি রাজনৈতিক দলের প্ৰত্যেকে মাত্ৰ একটি করে আসনে কোনও ক্ৰমে জয়ী হয়ে লোকসভায় ঠাঁই করে নিতে পেরেছে। নির্বাচন কমিশনের এক ডাটা থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে একটি আসনেও জয়ী হতে না পারা দলগুলির তালিকায় রয়েছে ফরোয়ার্ড ব্লক,ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল(আইএনএলডি),জননায়ক জনতা পার্টি(জেজেপি),সিকিম ডেমোক্ৰ্যাটিক ফ্ৰণ্ট(এসডিএফ),রাষ্ট্ৰীয় লোক সমতা পার্টি,সর্ব জনতা পার্টি(এসজেপিএ),জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস ডেমোক্ৰ্যাটিক পার্টি,অল ইন্ডিয়া এনআর কংগ্ৰেস(এআইএনআরসি),রাষ্ট্ৰীয় জনতা দল(আরজেডি)এবং পিএমকে।

৬১০টি দলের মধ্যে ৮০টি দল ১ শতাংশ অথবা তারও কম ভোট পেয়েছে। বাকি ৫৩০টি দলের ভোট প্ৰাপ্তি শূন্যের কোঠায়। মোট ৩৭টি রাজনৈতিক দল লোকসভায় নিজেদের তুলে ধরতে পেরেছে। লোকসভার ৫৪২টি আসনের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)একাই ৩০৩টি আসন কব্জা করতে সফল হয়েছে। কংগ্ৰেস সাকুল্যে ৫২টি আসনে জয় পেয়েছে। তামিলনাডুর একটি আসনে নির্বাচন স্থগিত রাখা হয়।

মাত্ৰ একটি আসনে জিতে যে দলগুলির সাংসদরা সদনে প্ৰবেশাধিকার পেয়েছে সেগুলি হলো আম আদমি পার্টি(সংরুর,পঞ্জাব),সারা ঝাড়খন্ড ছাত্ৰ ইউনিয়ন পার্টি(গিরিডি,ঝাড়খন্ড),এআইএডিএমকে(থেনি,তামিলনাডু),অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট(ধুবড়ি,অসম)এবং রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি(কোল্লাম,কেরল)।

একটি আসন নিয়ে লোকসভায় ঠাঁই পাওয়া অন্যান্য দলগুলি হচ্ছে ভিসেকে(চিদম্বরম,তামিলনাডু),সিকিম ক্ৰান্তিকারি মোর্চা(সিকিম),ন্যাশনালিস্ট ডেমোক্ৰ্যাটিক প্ৰোগেসিভ পার্টি(নাগাল্যান্ড),জনতা দল সেকুলার(হাসান,কর্নাটক),রাষ্ট্ৰীয় লোকতান্ত্ৰিক পার্টি(নাগপুর,রাজস্থান),ঝাড়খন্ড মুক্তি মোর্চা(রাজমহল,ঝাড়খন্ড),কেরেলা কংগ্ৰেস(এম)কোট্টায়ম(কেরল)এবং মিজো ন্যাশনাল ফ্ৰন্ট(মিজোরাম)।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৪৬৪টি দলের মধ্যে ৩৮টি দল লোকসভায় ঠাঁই পেয়েছিল এবং এরমধ্যে ১২টি দল মাত্ৰ ১টি করে আসনে বিজয়ী হয়েছিল।

এবার ছটি জাতীয় দল-ভারতীয় জনতা পার্টি(বিজেপি),বহুজন সমাজ পার্টি(বিএসপি),কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া(সিপিআই),কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া(মার্ক্সবাদী),কংগ্ৰেস এবং ন্যাশনালিস্ট কংগ্ৰেস পার্টি(এনসিপি)যৌথভাবে ৩৭৫টি আসন পেয়েছে। ২০১৪-র নির্বাচনে এদের প্ৰাপ্ত মোট আসন সংখ্যা ছিল ৩৪২।

২০১৪-র লোকসভা নির্বাচনে ৪০০টি ছোট রাজনৈতিক দল একটি আসনেও জয় পায়নি। সেবার ৬,০৪০ জন প্ৰার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। কোনও প্ৰার্থী যদি মোট ভোট দানের এক ষষ্ঠাংশ ভোট না পান তাহলে সংশ্লিষ্ট প্ৰার্থীকে জামানত খোয়াতে হয়।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com